× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

রূপগঞ্জে কর্মহীন মানুষের পাশে এফএনএফ ফাউন্ডেশন।

অনলাইন

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
(৪ বছর আগে) এপ্রিল ৯, ২০২০, বৃহস্পতিবার, ১:০১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন নৌকা চালক, অটো রিক্সাচালক, অসহায় হতদরিদ্র ও কর্মহীন বিভিন্ন পেশাজীবী মানুষের পাশে সাহার্য্যের হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন এফএনএফ ফাউন্ডেশ-কাঞ্চন। কেবল মাত্র ঐসকল পরিবারকে সহায়তার জন্য এফএনএফ ফাউন্ডেশন, ফাউন্ডেশনের অর্ধশতাধিক সদস্য নিজেদের অর্থায়নে খাদ্য সামগ্রী ব্যবস্থা করেছেন। এ সংগঠনের সদস্যরা অতি গোপনে খোজঁখবর নিয়ে উপজেলার কাঞ্চন পৌরসভা, রূপগঞ্জ ইউনিয়নসহ আশেপাশের বিভিন্ন এলাকায় কর্মহীন মধ্যবিত্ত যেসকল পরিবার লোকলজ্জার ভয়ে কারো কাছে সহায়তার কথা বলতে পারছেন না। ঐসকল পরিবারের কাছে রাতের আধারে নিত্য প্রয়োজনী সামগ্রী চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, সাবান তুলে দিচ্ছেন এ সংগঠনের সদস্যরা।
 উল্লেখ্য এ সংগঠন বিগত ১০ বছর ধরে এলাকায় মানুষের পাশে থেকে বাল্য বিবাহ রোধ, মাদক বিরোধী, ডেঙ্গু মোকাবেলা, বিনামূল্যে চিকিৎসা সেবা, বৃক্ষরোপন, শীতবস্ত্র , গরিব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, জনসেচতনামূলক ফেস্টুনসহ বিভিন্ন সামাজিক কর্মসূচী পালন করে আসছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর