× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

কোটচাঁদপুরে টিসিবি’র পণ্য বিক্রির নামে ডিলারদের নাটক

বাংলারজমিন

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
৯ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার

কোটচাঁদপুরে ডিলারদের মাধ্যমে টিসিবি’র সয়াবিন তৈল, মসুর ডাল ও চিনি বিক্রি শুরু হয়েছে। কিন্তু ডিলারদের অনিয়মের কারণে সাধারণ মানুষ এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।  ডিলাররা টিসিবি থেকে পণ্য তোলার পর তা যৎসামান্য জন সাধারণের কাছে বিক্রি করে বেশীর ভাগ পন্য কাল বাজারে পাচার করে দিচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোটচাঁদপুরে টিসিবি’র সর্বমোট চার জন ডিলার রয়েছেন। এরা হলেন জাহিদ হেসেন, মতিয়ার রহমান, রায়হান ও শহিদুল ইসলাম। একজন ডিলার টিসিবি থেকে তাদের চাহিদা মোতাবেক সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি উত্তোলন করে থাকেন। টিসিবি’র সয়াবিন তেলের প্রতি লিটারের মূল্য ৮০ টাকা, মসুর ডাল ও চিনি প্রতি কেজির মূল্য ৫০ টাকা। বাজার দরের সাথে টিসিবি’র সয়াবিন তেল, মসুর ডাল ও চিনির দাম ৩০/৩৫ টাকা ফারাক হওয়ার কারণে ডিলাররা সয়াবিন তেল চিনি ও ডাল নিয়ে অনিয়ম করে থাকে বলে অভিযোগ উঠেছে। ডিলাররা ঘর খোলার সাথে সাথে সয়াবিন তেল উধাও হয়ে যায়।
ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়ানোর পর কম সংক্ষক ভাগ্যবারেন কপালে সয়াবিন তেল জুটে। শহরে পোষ্ট অফিস মোড়ে টিসিবি ডিলার রায়হান বৃহস্প্রতিবার ঘর খোলার কিছুক্ষনের মধ্যে ৭০/৮০ জনকে দিয়ে সয়াবিন তেল শেষ হয়ে যায়। রায়হানের দাবী লাইনে দাড়ানে২০০ জন কে ২০০ বোতল সয়াবিন দেয়া হয়েছে। এ অবস্থা প্রতিটি ডিলারের। টিসিবি’র পন্য বিক্রির ক্ষেত্রে কর্তৃপক্ষে নজরদারি না থাকার সুযোগে ডিলাররা অনিয়ম করার সুযো পাচ্ছেন এমন দাবী ভোক্তভুগীদের।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর