× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

রাতের আঁধারে খাদ্য নিয়ে হতদরিদ্রের বাড়িতে মহিলা এমপি সীমা

বাংলারজমিন

স্টাফ রিপোটার, কুমিল্লা থেকে
৯ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার

রাতের আঁধারে যখন কর্মহীন মানুষেরা করোনা আতংকে হতাশার জাল বুনছে, ঠিক তখনি হতদরিদ্র মানুষের দরজায় হাজির হয়েছেন আমাদের মহিলা এমপি আঞ্জুম সুলতানা সীমা। কুমিল্লা নগরীর প্রতিটা ওয়ার্ডের গরীব মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন নিজ উদ্যোগে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। সীমা আপার এমন মহতী উদ্যোগে সবাই সাধুবাদ জানিয়েছেন।
গত কয়েকদিনে কুমিল্লা নগরীর প্রতিটি ওয়ার্ডে বিপর্যস্ত মানুষের ঘরে ঘরে গিয়ে নিজ হাতে তিনি এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। প্রায় দুই হাজারের বেশি মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। ইতোমধ্যে স্থানীয়দের তোলা কয়েকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার প্রচারবিমুখ কর্মকান্ডে সাড়া জাগায় জনমনে। ফেসুবক জুড়ে অভিনন্দন এর ঝড় ওঠে। তার এ মহতি উদ্যোগকে ‘ইসলামের ইতিহাসের খোলাফায়ে রাশেদীনের আদর্শের প্রতিফলন’ হিসেবে মন্তব্য করেছেন অনেকেই।
নগরীর একাধিক বাসিন্দা জানান, বর্তমান প্রেক্ষাপটে করোনার প্রকোপে সমাজের নিম্নবিত্ত মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে।
এরা অর্ধাহারে-অনাহারে দিন কাটালেও লজ্জার কারণে মুখ খুলে কারো কাছে কিছু চায় না। এমতাবস্থায় সামর্থবানদের উচিৎ এমপি সীমার অনুকরণে কর্মহীন ও হতদরিদ্র মানুষের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়া।
এ বিষয়ে আঞ্জুম সুলতানা সীমা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমার যতটুকু সামর্থ্য আছে, সে অনুযায়ী সাহায্য করছি। এ মহামারি যতদিন থাকবে, ততদিন করে যাব। সরকারি সহযোগিতা পেলে আরো ভালো হতো।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর