× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ফিফা র‌্যাঙ্কিংয়ে অপরিবর্তিত বাংলাদেশ

খেলা

স্পোর্টস রিপোর্টার
৯ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার

করোনা ভাইরাসের প্রভাব ফিফা র‌্যাঙ্কিংয়েও। বিশ্বকাপ বাছাইসহ জাতীয় দলের সব প্রীতি ম্যাচগুলো বাতিল হওয়ায় পরিবর্তন আসেনি ফিফা র‌্যাঙ্কিংয়ে। আজ বৃহস্পতিবার প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে পরিবর্তন হয়নি বাংলাদেশের অবস্থানও, আগের মতোই ১৮৭ নম্বরে তারা। এশিয়ার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৩৮তম। এশিয়ার দেশগুলোর মধ্যে সবার উপরে জাপান। সূর্য উদয়ের দেশটির ফিফা র‌্যাঙ্কিং ২৮। দক্ষিণ এশিয়ায় এক নম্বরে ভারত (১০৮)। এরপরে রয়েছে মালদ্বীপ (১৫৫), নেপাল (১৭০), বাংলাদেশ (১৮৭), ভুটান (১৮৯) ও পাকিস্তান (২০০)।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা অবস্থান ১১০।
১৯৯৬ সালের এপ্রিলে নিজেদের সেরা অবস্থানে ওঠে বাংলাদেশ। আর সর্বনিম্ন র‌্যাঙ্কিং ১৯৭। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন স্থানে পৌঁছায় তারা।

এর আগে গত ২০শে ফেব্রুয়ারি প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ের সঙ্গে নতুন র‌্যাঙ্কিংয়ের মধ্যে পরিবর্তন হয়েছে মাত্র একটি জায়গায়। প্রীতি ম্যাচে জ্যামাইকার কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় বারমুডা নেমে গেছে ১৬৯তম স্থানে। আর ১৬৯ থেকে ১৬৮তম স্থানে উন্নিত হয়েছে দক্ষিণ সুদানের। পরবর্তী ফিফা র‌্যাঙ্কিং প্রকাশিত হবে ১১ই জুন।

শীর্ষ দশ দল: বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, উরুগুয়ে, ক্রোয়েশিয়া, পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনা ও কলম্বিয়া।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর