× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /বাংলাদেশ সহ বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরাচ্ছে ভারত

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) মে ৫, ২০২০, মঙ্গলবার, ৭:১৯ পূর্বাহ্ন

বিশ্বের বিভিন্ন স্থানে লকডাউনের ফলে আটকে থাকা  চৌদ্দহাজার ভারতীয়কে  ফেরানোর জন্যে তৈরি ভারত৷  সাত মে থেকে ভারতের  চৌষট্টিটি  ফ্লাইট এবং তিনটি যুদ্ধজাহাজ তেরোটি দেশ থেকে এই আটকে পড়া ভারতীয়দের নিয়ে আসবে৷ বাংলাদেশেও যে ভারতীয়রা আটকে আছেন তাঁদের ঢাকা থেকে কলকাতা নিয়ে আসা হবে উড়ানে৷ তালিকা প্রস্তুত করছে ভারতীয় বিদেশ মন্ত্রক৷ প্রথমে গালফ অঞ্চল থেকে বিমান ও জাহাজে ভারতীয়রা আসবেন৷ এরপর চেষ্টা হবে একদিনে একাধক ফ্লাইটে  বাংলাদেশ থেকে আটকে পড়া ভারতীয়দের আনার৷ বাংলাদেশ ছাড়া অন্য যে দেশ থেকে ভারতীয়রা ফিরছেন তা হলো,  ফিলিপাইনস,  সিঙ্গাপুর,  আমিরশাহী,  সৌদি,  আমেরিকা,  ব্রিটেন,  বাহারাইন,  কুয়েত এবং আরও কয়েকটি দেশ থেকে৷ বিমান অথবা জাহাজে ওঠার আগে এই ভারতীয়দের পরীক্ষা করা হবে৷ এদের যাত্রা করতে হবে আন্তর্জাতিক স্বাস্থ্য বিধি মেনে৷ মুখে পরতে  হবে মাস্ক এবং হাতে গ্লাভস৷  ভারতে নেমে তাঁদের চোদ্দ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে৷ ভারতীয়দের এই ভাবেই   আনার প্রকল্প নেওয়া হয়েছে৷
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর