× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /দ্বিতীয়বারের জন্যে সুপ্রিম কোর্টে অর্ণব গোস্বামী, বাংলায় গ্রেফতার সাংবাদিক

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) মে ৭, ২০২০, বৃহস্পতিবার, ১:১০ পূর্বাহ্ন

সংবাদ মাধ্যম কতটা বলতে পারবে, তার পরিমিতিবোধ কতটা প্রয়োজন? এই লকডাউনের বাজারে তাই নিয়ে তুমুল বিতর্কের মাঝখানেই হুগলি জেলার আরামবাগে গ্রেফতার হলেন স্থানীয় আরামবাগ টিভির মালিক তথা সাংবাদিক সফিকুল ইসলাম। এই বিতণ্ডার মধ্যেই দ্বিতীয়বারের জন্যে সুপ্রিম কোর্ট এর দ্বারস্থ হলেন রিপাবলিক টিভি এর মালিক তথা সম্পাদক অর্ণব গোস্বামী। সফিকুল এর বিরুদ্ধে অভিযোগ যে তিনি পর্যাপ্ত তথ্য প্রমাণ ছাড়াই মমতা সরকারের বিরুদ্ধে বিষেদগার করছিলেন, সরকারি টাকা দিয়ে তিনি তৃণমূল এর আদর্শে উদ্দীপ্ত ক্লাবগুলোকে অর্থ খয়রাতি করেছেন। রাজ্যের বিরোধী দলগুলো আরামবাগ টিভি এর ওপর এই আক্রমণকে গণতন্ত্র বিরোধী ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণের চেষ্টা বললেও, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো তথ্যপ্রমাণ ছাড়া অযথা কুৎসা রটানো সুস্থ সাংবাদিকতা নয়। তাই, প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্ণব গোস্বামীর বিরুদ্ধে উদ্ধাব ঠকরের মহারাষ্ট্র সরকার মামলা এনেছে সুপ্রিম কোর্টে
তারা বলেছে, অন্য একটি মামলায় অর্ণবকে মুম্বাই পুলিশ বারোঘন্টা জেরা করার পর রিপাবলিক টিভি এর এডিটর ইন চিফ পুলিশকে নাগাড়ে হুমকি দিচ্ছেন ব্যবস্থা নেয়ার। এ ছাড়াও সাম্প্রদায়িক অশান্তির বীজ ছড়াচ্ছে রিপাবলিক টিভিতে অর্ণবের অনুষ্ঠান। দুটি অভিযোগের বিরুদ্ধেই অর্ণব গোস্বামী আবার সুপ্রিম কোর্টে গেছেন।
উল্লেখ্য, এই সুপ্রিম কোর্টই অন্য একটি মামলায় রক্ষাকবচ দিয়েছিলো অর্ণব কে। এই দুটি ঘটনার প্রেক্ষিতে ফের নতুন করে প্রশ্ন উঠে গেল সাংবাদিক স্বাধীনতা নিয়ে। দেশের আপেক্স কোর্ট কী রায় দেয় সবাই তার প্রতীক্ষায়.।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর