× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /অনলাইনে জন্মদিন পালন, রবীন্দ্রনাথের নামে ডাইনোসর এর নামকরণ

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) মে ৭, ২০২০, বৃহস্পতিবার, ৩:৩৭ পূর্বাহ্ন

দুটি দেশের জাতীয় সংগীত রচনা করার বিরল কৃতিত্ব তাঁর। ভারতের  '  জনগণ মনো অধিনায়ক হে.... '  এবং বাংলাদেশের   ' আমার সোনার বাংলা...।  '  তিনি রবীন্দ্রনাথ ঠাকুর।  যাঁর জন্মদিন পঁচিশে বৈশাখ,  অর্থাৎ শুক্রবার।  অন্যবার এই  দিনটিতে প্রভাতফেরি,  জোড়াসাঁকোয় তাঁর জন্মস্থানে মানুষের প্রবাহ,  রবীন্দ্র সদনে গানের অনুষ্ঠান,  রবীন্দ্র ভারতীতে গীতি আলেখ্য।  কলকাতা মেতে ওঠে রবীন্দ্রজয়ন্তীকে কেন্দ্র করে।  ঢাকাও সাড়ম্বরে পালন করে তাঁর জন্মদিন। করাল করোনার  তাড়নায় চলা লকডাউন কী অবরুদ্ধ করতে পারে বিশ্বকবিকে।  অনলাইনে শুক্রবার বাঙালি গঙ্গা জলে গঙ্গাপুজো করবে।  তাঁর গান,  কবিতা নিয়ে অনলাইনে হবে অনুষ্ঠান।  রাজ্য সরকার দশজন বাছাই করা শিল্পীকে নিয়ে অনুষ্ঠান করছে।  মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একা শুক্রবার যাবেন রবীন্দ্র সদনে।  সেখানে তিনি  শ্রদ্ধার্ঘ  নিবেদন করার পর দশজন শিল্পীর অনুষ্ঠান দেখা যাবে বিভিন্ন টিভি চ্যানেলে  অনলাইন  অর্থাৎ রবীন্দ্র জয়ন্তী এবার ডিজিটাল যুগে। রবীন্দ্র জয়ন্তীর ঠিক আগে প্রবীণ কসেওয়ান  নামে এক ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এর এক কর্মীর একটি দাবি হইচই ফেলে দিয়েছে।  তিনি দাবি করেছেন  উনিশশো ষাট সালে রবীন্দ্র  শতবার্ষিকীর আগে আদিলাবাদে ডাইনোসরের একটি অতিকায় ফসিল আবিষ্কৃত হয়।  রবীন্দ্রনাথ এর নামে এই ডাইনাসোরটির নামকরণ করা হয় -   বরাপাসউলেস টাগেরিলা।  আঠারো ফুট লম্বা এবং সাত টন  ওজন ছিল ডাইনোসরটির।  রবীন্দ্রজয়ন্তীর  প্রাক্বালে এই তথ্য হইচই ফেলে দিয়েছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর