× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা  কথকতা      /চলতি সপ্তাহেই সুপ্রিম কোর্টের রায়,  অর্ণব- তদন্ত সিবি আই  করবে কিনা 

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী,  কলকাতা 
(৩ বছর আগে) মে ১২, ২০২০, মঙ্গলবার, ১:১৪ পূর্বাহ্ন

কলকাতাসহ সারা দেশে একশো চল্লিশটি এফ আই আর এবং সুপ্রিম কোর্টে টিভি সঞ্চালক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মামলায় সোমবার অংশ নিলেন দেশের সেরা আইনি মস্তিস্করা।  রিপাবলিক টিভির কর্ণাধার ও এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর মামলার শুনানিতে অর্ণবের পক্ষে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সওয়াল করলেন দেশের সেরা ব্যারিস্টর  হরিশ সালভে।  মহারাষ্ট্র সরকারের ব্রিফ নেন দেশের অন্যতম সেরা আইনজীবী কপিল সিব্বল।   অ্যাডভোকেট জেনারেল তুষার মেহ্তাও।    পালঘরে দুই হিন্দু  সন্ন্যাসী হত্যাকাণ্ডের নেপথ্যে সোনিয়া গান্ধী এই কথা বলে অর্ণব যে অনুষ্ঠান করছেন মূলত তার বিরুদ্ধেই মামলা।  যদিও মহারাষ্ট্র সরকার এর সঙ্গেও যোগ করেছে অর্ণবকে বারো ঘন্টা জেরা করা পুলিশ অফিসারদের ভীতি প্রদর্শনের মামলা,  হরিশ সালভে তাঁর  সওয়াল এ বলেন অর্ণব গোস্বামীকে বারোঘন্টা জেরা করা হলেও তাঁকে সম্পাদকীয় নীতি,  কি ভাবে তাঁরা টক্ শোতে  অতিথি নির্বাচন করেন তা জানতে চাওয়া হয়নি।  বোঝাই  যাচ্ছে,  তদন্তকারীদের উদ্দেশ্য ছিল অর্ণবকে কোনঠাসা করার,  তথ্য জোগাড়ের নয়।  কপিল সিব্বল বলেন পালঘর হত্যাকাণ্ডে অনাবশ্যক ভাবে সোনিয়া গান্ধীর নাম টেনে এনে মিথ্যাকে সত্য প্রমানের চেষ্টা হয়েছে।  তাছাড়া অর্ণব গোস্বামী তাঁর প্রতিটি অনুষ্ঠানে সাম্প্রদায়িকতার বিষ ঢেলে দেন।  সুপ্রিম কোর্ট এর আগে নির্দেশ দিয়েছিলো অর্ণব গোস্বামীকে, ১৪ই মে পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না।  সোমবার এক আদেশে তারা সেই মেয়াদ বাড়িয়ে দেয়। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে,  অর্ণব গোস্বামীর বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত সিবিআইকে দেয়া হবে কিনা সে ব্যাপারে তারা রায় দেবে চলতি সপ্তাহের শেষে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর