× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /ভারতীয় ক্রিকেটাররা পারেননি, বাংলাদেশের ক্রিকেটাররা করে দেখালেন

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) মে ১৪, ২০২০, বৃহস্পতিবার, ১২:১৪ অপরাহ্ন

করোনা দুর্গতদের পাশে দাঁড়াতে শচীন টেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলিরা এককভাবে উদ্যেগী হয়েছেন৷ অর্থ কিংবা খাদ্য দান করেছেন৷ বাংলাদেশের ক্রিকেটাররা এক অভিনব উদ্যোগের মাধ্যমে অর্থ সংগ্রহে ব্রতী হয়েছেন৷ অনলাইন ডিজিটাল অকশানের মাধ্যমে দেশের করোনা কবলিত মানুষের জন্যে তারা টাকা তুলছেন৷ এর জন্যে নিজেদের স্মরণীয় স্মারক নিলামে তুলতে এরা পিছুপা হননি৷ ২০১৩ সালে গলে শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিকারী মুশফিকুর রহিম নিলামে তুলেছেন তাঁর সেই ব্যাটটি যেটা দিয়ে তিনি ডাবল সেঞ্চুরি করেছিলেন৷ ব্যাটের দাম উঠেছে বাইশ লক্ষ টাকা৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে ব্যাটে সেঞ্চুরি করেছিলেন, সৌম্য সরকার দিয়েছেন সেই ব্যাট৷ বিক্রি হয়েছে সাড়ে চার লক্ষ টাকায়৷ তাসকিন আহমেদ যে বলে শ্রীলংকার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন সেই বলটির দাম উঠেছে চার লক্ষ টাকা৷ বিশ্বকাপে বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান সাকিব আল হাসানের ব্যাট বিক্রি হয়েছে কুড়ি লক্ষ টাকায়৷ বৃহস্পতিবার রাত পর্যন্ত এই ডিজিটাল অনলাইন অকশান চলবে৷ এই অকশানে ক্রেতাদের মধ্যে কলকাতার অনেক ক্রিকেট অনুরাগী আছে৷ উদ্যোক্তারা জানাচ্ছেন, বিড করা মানুষদের মধ্যে একটি নাম তাঁদের বিস্মিত করেছে, সানি লিওন৷ করোনা দুর্গতদের জন্যে ভারতীয় ক্রিকেটাররা সম্মিলিত ভাবে এখনো কিছু করতে পারেননি৷ বাংলাদেশ বোধহয় পথটা দেখিয়ে দিল৷
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর