× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /বাস, মিনিবাসের ভাড়া তিনগুন বাড়ছে, ট্যাক্সি ভাড়া ত্রিশ শতাংশ, দামি অটোও ...

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) মে ১৬, ২০২০, শনিবার, ১০:১৩ পূর্বাহ্ন

বিশিষ্ট অর্থনীতিবিদরা বলেছেন, করোনা পূর্ববর্তী জীবন আর পরবর্তী জীবন এক হবেনা ৷ দুয়ের মধ্যে যে আসমান - জমিন ফারাক তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন কলকাতাবাসী ৷ লকডাউন ৪.০ এর মাঝেই অর্থনীতির দরজা খুলে দিতে সোমবার থেকে চালু হচ্ছে কিছু গণপরিবহন ৷ কিন্তু সামাজিক দূরত্ব এবং বর্ধমান করোনার কথা ভেবে বেশ কিছু নতুন বিধি প্রবর্তিত হয়েছে ৷ এর জের পড়েছে যাত্রীদের ওপরেই ৷ বাসে কুড়িজনের বেশি যাত্রী তোলা যাবে না৷ বাস চালানোর খরচ তুলতে তাই ভাড়া বাড়ানো হয়েছে ৷ বেসরকারি বাসে উঠলেই দিতে হবে পঁচিশ টাকা ৷ এরপর স্টেজ প্রতি ভাড়া বাড়বে, এতদিন বাসের নূন্যতম ভাড়া ছিল আট টাকা ৷ মিনিবাসের নতুন নূন্যতম ভাড়া ধার্য হচ্ছে ত্রিশ টাকা ৷ এরপর পঁয়ত্রিশ, চল্লিশ টাকা করে স্টেজ প্রতি ভাড়া বাড়বে ৷ হলুদ ট্যাক্সি পথে নামবে একুশ মে থেকে ৷ ভাড়া বাড়ছে ত্রিশ শতাংশ ৷ আগে মিটার ডাউন করলে দিতে হতো ত্রিশ টাকা ৷ এখন দিতে হবে তেত্রিশ ৷ তবে, মিটার এর ওপর ত্রিশ শতাংশ বৃদ্ধি এবং সারচার্জ থাকছে ৷ অটোতে যেহেতু দু জনের বেশি যাত্রী তোলা যাবে না ৷ তাই, অটোর ভাড়াও দ্বিগুন হচ্ছে ৷ নূন্যতম যা সাত টাকা ছিল তা এবার হচ্ছে চোদ্দ টাকা ৷ সাধারণ যাত্রীরা পড়বেন বিপাকে ৷ কারণ এই করোনা আবহে কারও মাইনে বাড়েনি ৷ বরং কমেছে ৷ অথচ যাতায়াতের জন্যে তাঁদের বাড়তি মাশুল গুনতে হবে ৷ যাত্রীদের মন্তব্য, সরকার এবার পরিবহন ভাতা চালু করুক ৷
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর