× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ভারতে ফের দুর্ঘটনায় নিহত ২৪ অভিবাসী শ্রমিক

ভারত

কলকাতা প্রতিনিধি
(৩ বছর আগে) মে ১৬, ২০২০, শনিবার, ১০:৩৫ পূর্বাহ্ন
প্রতীকী ছবি

ভারতে অভিবাসী শ্রমিকদের ঘরে ফেরার পথে মৃত্যু মিছিল বেড়েই চলেছে। শনিবার খুব ভোরে উত্তরপ্রদেশে একটি ট্রাক দুর্ঘটনায় কমপক্ষে ২৪ জন অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। মৃতদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খন্ডের বাসিন্দারা। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনোউ থেকে ২০০ কিলোমিটার দূরে আউরিয়া জেলায়। অসহায় অভিবাসী শ্রমিকদের একটি দল ট্রাকে করে ঘরে ফিরছিলেন। কিন্তু ভোর তিনটে নাগাদ আরেকটি ট্রাকের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ ঘটে। তাতেই ট্রাকটিতে থাকা অভিবাসী শ্রমিকদের মৃত্যু হয়েছে।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, দীর্ঘ সময় লকডাউনে আটকে থাকা এই অভিবাসী শ্রমিকরা রাজস্থান থেকে ঘরে ফিরতে মরিয়া হয়ে একটি ট্রাকে সওয়ার হয়েছিলেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর অফিস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কানপুরের পুলিশ আইজিকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। কি করে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দ্রুত রিপোর্ট দিতেও বলা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এবং আহতদের সমস্ত রকম চিকিৎসা দেবার নির্দেশ দিয়েছেন। কয়েকদিন আগেই মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে সুদীর্ঘ পথ হেঁটে আসা ক্লান্ত শ্রমিকরা লাইনে ঘুমিয়ে পড়লে তাদের উপর দিয়ে চলে গিয়েছিল একটি ট্রেন। তাতে কাটা পড়ে নিহত হয়েছিলেন ১৬ জন অভিবাসী শ্রমিক। আর গত শুক্রবার ভারতের মধ্যপ্রদেশের গুনা ও উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে দু’টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ঘরে ফিরতে চাওয়া ১৪ অভিবাসী শ্রমিকের। আহত হয়েছেন ৬১ জন। একটি দল মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশের রায়বেরেলী ও উন্নাওয়ে ফিরছিলেন। শুক্রবার ভোরে গুনার কাছে তাঁদের ট্রাকে ধাক্কা মারে একটি বাস। অন্য দলটি পঞ্জাব থেকে হেঁটে বিহারের উদ্দেশে রওনা দিয়েছিলেন। ভোর রাতে মুজফ্ফরনগরের কাছে হাইওয়ে দিয়ে হাঁটছিলেন তাঁরা। তাঁদের পিষে দিয়ে চলে গিয়েছে একটি সরকারি বাস।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর