× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ইবাদত বন্দেগীতে পার হয়েছে কদরের রাত

খোশ আমদেদ মাহে রমজান

মাওলানা এম, এ, করিম ইবনে মছব্বির
২১ মে ২০২০, বৃহস্পতিবার

আজ ২৭শে রমজান। শবে কদরের দিন। গত রাত ছিল শবে কদরের রাত। রাতটি ইবাদত বন্দেগীর মাধ্যমে পার করেছে রোজাদাররা। কদর আরবি শব্দ। এর অর্থ মর্যাদা ও মাহাত্মা। কেন এই রাতটিকে শবে কদরের রাত বলা হয়। কারো জীবনেও যদি একটি লাইলাতুল-কদর এসে দাড়ায় যদি একটি শবে কদরের আহবান ও ধ্বলিত হয় তার জিন্দেগীতে।
আর সে যদি সে রাতে অতীতের কৃত সকল পাপ কর্মের অনুশোচনায় ইবাদত করতে পারে। আগামী জীবনে আর ঘূর্ণাক্ষরেও পাপ না করার সংকল্পে করে। মহান আল্লাহর কাছে তওবা করতে পারে। তাহলেই বদলে যাবে তার আঁধার জীবন। এক মহিমান্বিত জীবনে ফিরে যাবেন তিনি। আর এভাবেই শবে-কদর সম্মান ও মর্যাদার রাত। শবে-কদর মহিমান্বিত জীবনের আশ্বাস সম্বলিত জীবনের পয়গাম। শবে কদর মহিমান্বিত রাত, যে রাতের ইবাদত হাজার মাসের ইবাদত অপেক্ষা উত্তম। এই রাতকে পুরো মাসব্যাপী তালাশ করতে হুকুম করা হয়েছে। আর শেষ দশ বেজোড় রাতে তালাশের বিশেষ হুকুম করা হয়েছে। যদি এই রাত সমূহ জাগরণ সম্ভব না হয় তাহলে ২৭- এর রাত্রে তুলনামূলক অধিক ইবাদত করবে। আর তাই গত রাতে সকল মুসলিম ইবাদত বন্দেগী করে কাটিয়েছে। আল্লাহর কাছে পানাহ চেয়েছে। তওবা করেছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর