× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কোয়ারেন্টিনে থেকে শুটিংয়ে তারা

বিনোদন

স্টাফ রিপোর্টার
২২ মে ২০২০, শুক্রবার

চলতি বছরের ২৯শে ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। ফাঁকে ছোট পরিসরে হানিমুনও সারেন। শুটিং করেছেন বেশ কিছু নাটকে জুটি বেঁধে। এরই মধ্যে করোনার প্রকোপ। বন্ধ আছে সব শুটিং। সবার মতোই গৃহে সময় কাটাচ্ছেন ছোট পর্দার দুই অভিনয়শিল্পী সৈয়দ জামান শাওন ও মুমতাহিনা টয়া।
সারা বছর লাইট-ক্যামেরার সঙ্গে জড়িয়ে থাকে তাদের জীবন। আর তাই বেশি দিন শুটিং ছাড়া থাকতে পারলেন না তারা। কোয়ারেন্টিনে থেকে শুটিং করছেন তারা।
যেখানে স্বামী-স্ত্রী ফ্রেমবন্দি হয়েছেন একসঙ্গে। এই দুই তারকাকে নিয়ে ‘দূরে তবু কাছাকাছি’ নামের বিশেষ নাটক নির্মাণ করছেন নির্মাতা পুলক অনিল। নাটকটি নিবেদন করছে ক্লোজআপ ওয়ান।
নির্মাতা পুলক জানান, আমরা যে যার ঘরে বসে আছি। আমি ঘরে বসে ফ্রেম ঠিক করে দিচ্ছি। বলে দিচ্ছি। আর অনস্ক্রিনের কেমিস্ট্রিটা ঠিক ঠিক তুলে আনছেন শাওন ও টয়া।
ওদিকে শাওন-টয়া নিজেরাই লাইট-ক্যামেরা-সেটআপ নিয়ে কাজ করছেন। নির্মাতা সূত্রে জানা গেছে, ‘দূরে তবু কাছাকাছি’ নাটকটি ঈদ উৎসবে প্রচারের সম্ভাবনা রয়েছে দেশের ১২টি বেসরকারি টিভি চ্যানেলে। এটা বাংলাদেশের প্রথম কোয়ারেন্টিন টেলিভিশন ফিকশন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর