× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

‘তোমরা যে আসসালামু আলাইকুম বলো, সেটা অসাধারণ’

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৩ মে ২০২০, শনিবার

মঙ্গলবার তামিম ইকবালের ফেসবুক লাইভে অতিথি হিসেবে ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ঈদ আসন্ন হওয়ায়, সে পর্বের একদম শেষে বাংলাদেশের সবাইকে ঈদ মোবারক জানিয়েছিলেন তিনি। কোহলির পরের পর্বে বৃহস্পতিবার তামিমের অতিথি হিসেবে এসেছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। যথারীতি তার কাছ থেকেও পাওয়া গেল ঈদের শুভেচ্ছা। একইসঙ্গে মুসলমানদের সালামের রীতিরও প্রশংসা করেছেন কেন উইলিয়ামসন। প্রসঙ্গটা এনেছিলেন তামিম নিজেই। একদম শেষদিকে তিনি নিজ থেকেই বলেন, ‘লাইভ শেষ করার আগে তোমাকে বলতে চাই, আমাদের ঈদ আসছে সামনেই। তুমি কি বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানাবে?’ উইলিয়ামসন সাগ্রহে বলেন, ‘হ্যাঁ অবশ্যই।
বাংলাদেশের সবাইকে ঈদ মোবারক!’ পরপরই উইলিয়ামসন জানান তার সালামের প্রতি মুগ্ধতার কথা। লাইভ শুরুর সময় সবাইকে আসসালামু আলাইকুম বলে স্বাগত জানান তামিম। যেকোন পরিচয়ের সময় মুসলমানদের এই যে সালামের রীতি, এটি বেশ ভালো লেগেছে উইলিয়ামসনের। কিউই অধিনায়ক বলেন, ‘আরেকটা জিনিস, একদম শুরুতে পরিচয় পর্বে, আসসালামু আলাইকুম বললে... এটা সত্যিই সুন্দর একটা বিষয়। সত্যিই অসাধারণ।’ এসময় ফেসবুক লাইভে আমন্ত্রণ জানানোয় তামিমকে ধন্যবাদ জানিয়ে উইলিয়ামসন বলেন, ‘তোমাকে ধন্যবাদ, এতো দারুণ আয়োজনে আমাকে আমন্ত্রণ করায়। আমি আশা করছি, কিছু শ্রোতা হয়তো আমাদের এই আড্ডা উপভোগ করেছে।’
করোনা ও আম্পানে বাংলাদেশকে নিয়ে উইলিয়ামসনের উদ্বেগ
করোনা মহামারিতে বিপর্যস্ত সারা বিশ^। এরই মধ্যে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানে প্রবল ঘুর্ণিঝড় আম্পান। তামিমের সঙ্গে লাইভের শুরুতেই কেন উইলিয়ামসন বাংলাদেশের মানুষের খোঁজখবর নিলেন, ‘আশা করছি বাংলাদেশের মানুষ করোনা থেকে নিজেদেও বাঁচিয়ে চলতে পারছে। শুনেছি বাংলাদেশে সাইক্লোন আঘাত হেনেছে। আশাকরি সবাই সুস্থ ও ইতিবাচক আছে।’
নিউজিল্যান্ডের ভালোবাসার কথা জানালেন তামিম
লাইভের শেষে তামিম ফিরে গেলেন ক্রাইস্টচার্চ হামলার পরবর্তী সময়টায়। সে হামলার পেরিয়ে গেছে ১৪ মাস। অল্পের জন্য বেঁচে ফেরা বাংলাদেশ দল হামলার পরবর্তী সময়ে পেয়েছিল নিউজিল্যান্ডের মানুষের অসীম ভালোবাসা। সেই স্মৃতিচারণ করে তামিম বলছিলেন, ‘ক্রাইস্টচার্চে যা হয়েছে আমি তার গভীরে যেতে চাই না। সেই ঘটনার পর নিউজিল্যান্ডের সবাই যেভাবে আমাদের দেখভাল করেছে, সবাই হোটেলে এসে জিজ্ঞেস করছিল আমরা ভালো আছি কিনা, ছোট ছোট আরও অনেক ঘটনা, সেসব আজীবন মনে রাখব। তখন নিউজিল্যান্ডের মানুষ যে ভালোবাসা দেখিয়েছে, আমাদের দলের প্রতিটি সদস্য তা সবসময় মনে রাখবে। তোমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই ছিলেন অসাধারণ। সেই সময়টায় তোমরা যা করেছো, সবকিছুর জন্য বাংলাদেশ দলের পক্ষ থেকে আমি তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
বিপিএলে খেলতে আগ্রহী উইলিয়ামসনও
তামিমের সঙ্গে অনলাইন আড্ডায় বিপিএলে খেলার আগ্রহ দেখিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। এবার বিপিএলে খেলার ইতিবাচক মনোভাব দেখালেন কেন উইলিয়ামসনও। বিপিএলের প্রসঙ্গ আসলে তামিম বলেন, ‘তুমি নিশ্চয় জানো, আমাদের নিজেদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে বিপিএল। প্রতিটি আসর শুরুর আগে সবাই আশা করে তুমি এবার থাকছো। এটা দুর্দান্ত টুর্নামেন্ট, তো আমি চাই তুমি এখানে এসে আমাদের টুর্নামেন্টে খেলো।’ আর উইলিয়ামসন বলেন, ‘খুবই আগ্রহী বিপিএলে খেলার ব্যাপারে। অসাধারণ একটা আসর এটা। সময় বের করতে পারলে অবশ্যই আমি বিপিএল খেলতে চাই।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর