× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আমরা কি মৃত্যুগুলো খুব সহজভাবে মেনে নিচ্ছি?

ফেসবুক ডায়েরি

তারানা হালিম
২৩ মে ২০২০, শনিবার

আমরা এত উদাসীন কেন? মরলে মরুক -ধরণের উদাসীনতা। কিন্তু এক একটি জীবন মানে একটি সংখ্যা নয়। একটি পরিবার,কোন পিতা মাতার সন্তান। এভাবে মানুষ সংখ্যা হয়ে যাবে !! এত প্রণোদনার পরও লকডাউন শিথিল কেন? পোশাক কারখানায় social distancing মানা হচ্ছে না কেন? মার্কেট- এ মানুষের ঢল কেন? ভাইরাসের গতি যখন উর্ধ্বমুখী থাকে তখন লকডাউন শিথিল এর পরিনাম দেখছে আমেরিকা। এই ভুল আমরা কেন করবো !! Australia, Newzealand, Kerala - থেকে শেখা দরকার ছিল। অনেক সাংবাদিক,চিকিৎসক,পুলিশ ও সেনা'সদস্য করোনা আক্রান্ত, অনেক মানুষ Corona positive হচ্ছে প্রতিদিন -যারা না পরীক্ষা করাচ্ছে, না করাবার সুযোগ পাচ্ছে? অথচ ভাইরাসটি ছড়াচ্ছে প্রতিদিন নিজের অজান্তেই। জীবন বাঁচাতে -কঠিন হতে হলে, হতে হবে। আমি বুঝছি না- এখন কি ছুটি চলছে, না লকডাউন? আমরা কি মৃত্যুগুলো খুব সহজভাবে মেনে নিচ্ছি? ভাবছি- সড়ক দুর্ঘটনার মত করোনা'ও মানুষকে সংখ্যা বানিয়ে দিলে দিক।
যখন একটু শ্বাস নেবার জন্য ছটফট করে মানুষ তখন একটু oxygen- কত মূল্যবান! সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড় -এর সমান। ছোটবেলায় পড়েছিলাম- ভুলিনি।

এ্যাড.তারানা হালিম।
সাবেক, তথ্য প্রতিমন্ত্রী-
সভাপতি,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
(লেখকের ফেসবুক পেজ থেকে নেয়া)
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর