× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

দুই বাংলার শিল্পীদের এক সুতায় বাঁধলেন ইমরান

বিনোদন

স্টাফ রিপোর্টার
২৩ মে ২০২০, শনিবার

এই লকডাউনের মধ্যেও দুই বাংলার শিল্পীদের এক সুতায় বাঁধলেন চলতি সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। আর সেটা প্রযুক্তির কল্যাণে।  ভিন্নধর্মী চিন্তা নিয়ে এ শিল্পী সম্প্রতি নিজের ফেসবুক পেজের মাধ্যমে শুরু করেছেন ‘জ্যামিং উইথ ইমরান’ শীর্ষক একটি শো। এই শোতে তার সঙ্গে জ্যামিং এর পাশাপাশি আড্ডায় মাতছেন দুই বাংলার জনপ্রিয় সব শিল্পী। ভিডিও আকারে সেই গান, জ্যামিং ও আড্ডা প্রকাশ পাচ্ছে ইমরানের ফেসবুক পেজে। এরইমধ্যে বাংলাদেশ থেকে ইমরানের সঙ্গে এই জ্যামিং সেশনে অংশ নিয়েছেন ঝিলিক ও অয়ন চাকলাদার। অন্যদিকে কলকাতা থেকে অংশ নিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী। সামনে আরো বিভিন্ন শিল্পী অংশ নেবেন এখানে। লকডাউনের এই সময়ে এরকম সেশন নিয়মিতই করবেন বলে জানালেন ইমরান।
এ শিল্পী বলেন, লকডাউনের এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করছি। সেক্ষেত্রে দুই বাংলার শিল্পীদের নিয়ে এই কোলাব্রেশনের কথা প্রথম মাথায় আসে। সে অনুযায়ী কাজ শুরু করে দেই। সর্বশেষ কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী অংশ নেয় আমার এই জ্যামিং সেশনে। সে আমার খুব ভালো বন্ধুও। আমার এবং তার ফেসবুক পেজেও এটি প্রকাশ করা হয়েছে। এটি নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেছে ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফও। অনেক ভালো সাড়া মিলেছে। দেশের শিল্পীদের পাশাপাশি ভারতের শিল্পীরা এখানে অংশ নিচ্ছেন। এই লকডাউনে এর মাধ্যমে সম্প্রিতিও প্রকাশ পাচ্ছে আমাদের দুই বাংলার। যেটা করোনার এই সময়ে খুব দরকার। লকডাউন যতদিন চলবে এই জ্যামিং সেশন চালিয়ে যাওয়ার চেষ্টা করবো। এদিকে জানা গেছে, এই সেশনে সামনে দেশের শিল্পীদের মধ্যে অংশ নেবেন দিলশাদ নাহার কনা, এলিটা, পূজা, লিজা, পড়শী, নদী, মিলনসহ অনেকে। ওপার বাংলা থেকে মধুবন্তিসহ থাকবেন বেশ কিছু শিল্পী। ইমরান বলেন, আসলে অনেকের সঙ্গে কথা হচ্ছে। সামনে দেশ ও পশ্চিমবঙ্গের ক’জন গুণী ও জনপ্রিয় শিল্পী অংশ নেবেন। সবার নাম এখনই বলতে চাই না। চমক হিসেবে থাক। অন্যদিকে চলতি রমজানে বিভিন্ন ব্যানার থেকে প্রকাশ হয়েছে ইমরানের গাওয়া পাঁচটি ইসলামি গান। ঈদেও কমপক্ষে তিনটি গান প্রকাশ পাবে তার। বর্তমান পরিস্থিতিতে ঘরে বসেই নিয়মিত গানের কাজ করছেন এই শিল্পী-সংগীত পরিচালক।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর