× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

তিস্তার পানি বৃদ্ধি, ১১ গ্রামের উঠতি ফসল পানির নিচে

বাংলারজমিন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
২৭ মে ২০২০, বুধবার

গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে প্রায় ২শ হেক্টর জমির বাদামক্ষেত সহ উঠতি ফসল পানির নিচে তলিয়ে গেছে। জানা গেছে, অবিরাম বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে উপজেলার গদাই, পাঞ্জরভাংগা, গোপিডাঙ্গা, গনাই, চরগনাই, ঢুষমারা, বিশ্বনাথচর, চর হয়বতখাসহ তিস্তানদী বেষ্টিত ১১টি গ্রামের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে বাদাম, ভুট্টাসহ উঠতি জাতের ফসলি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। হঠাৎ বন্যা হওয়ায় কৃষকরা তাদের ফসল ঘরে তুলতে না পারায় এতে প্রায় ২শ হেক্টর জমির বাদাম তলিয়ে গেছে। এর পরেও কৃষক কৃষানীরা তাদের কষ্টে ফলানো ফসল ঘরে তুলতে ব্যস্ত। তালুকসাহাবাজ গ্রামের কৃষক আসাদুজ্জামান বলেন, তিস্তার চরাঞ্চলের মানুষ বন্যা, খরা আর ভাঙ্গনের সাথে লড়াই করেই চাষাবাদ করে। কিন্তু এবছর আগাম বন্যা হওয়ায় ক্ষতিটা একটু বেশি হলো। অপরদিকে করোনারা কারণে চরের জমিতে মিষ্টি কুমড়া উৎপাদন করে পরিবহনের সমস্যার কারনে প্রায় লক্ষাধিক টাকা লোকসান গুনতে হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে কাজ চলছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর