× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

চিলমারীতে টানা বৃষ্টি, থমকে গেছে জনজীবন

বাংলারজমিন

চিলমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি
২৭ মে ২০২০, বুধবার

কয়েকদিনের টানা বৃষ্টি সাথে থেমে থেমে বইছে বাতাস। থমকে গেছে চিলমারীর জনজীবন।
জানা গেছে,  টানা বৃষ্টি আর দমকা হওয়ায় কুড়িগ্রামের চিলমারীর জনজীবন স্থবির হয়ে পড়েছে নেমে এসেছে দুর্ভোগ। থমকে আছে জনজীবন। খুব প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে বের হচ্ছে না। বিদ্যুৎ না থাকায় বিদ্যুতের উপর নির্ভলশীল যানবাহনের চালক গন পড়েছেন বিপাকে। দু'চারটি বের হলেও বেড়েছে ভাড়ায় পরিমান, ফলে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। বাধ্য হয়ে অনেকে হেঁটেই যাচ্ছেন গন্তব্যস্থানে।
ব্যবসায়ীরা ক্রেতার জন্য বসে থাকলেও মিলছে না তেমন ক্রেতা। অলস সময় পার করছেন রিকশা, ভ্যান ও অটো চালকরা। টানা বৃষ্টির ফলে সড়ক তলিয়ে যাওয়ায় সদর থানাহাট বাজারে আশা ক্রেতা ও বিক্রেতাদের দুর্ভোগ চরমে উঠেছে। কথা হলে খচর করতে আসা মামুন, সবুজসহ কয়েকজন জানান, ড্রেনেজের সঠিক ব্যবস্থা না থাকায় সদর এই থানাহাট  বাজারটি'র প্রবেশের সকল সড়ক সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় আর সকলকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। টানা বৃষ্টিতে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষরা কাজে যেতে না পারায় পরিবার পরিজন নিয়ে দু'চিন্তায় দিন কাটাচ্ছেন। এদিকে বৃষ্টির সাথে থেমে থেমে ধমকা হাওয়ায় পাট ক্ষেত নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। কৃষকরা জানায় এই বৃষ্টি ও বাতাসে ক্ষেতের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর