× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

কুমিল্লায় উপজেলা চেয়ারম্যান ও সিটি কাউন্সিলরসহ ৩৮ জন আক্রান্ত, একজনের মৃত্যু

করোনা আপডেট

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে
২৭ মে ২০২০, বুধবার

কুমিল্লায় নতুন করে উপজেলা চেয়ারম্যান ও সিটি কাউন্সিলরসহ করোনায় আক্রান্ত ৩৭ জনের ও মৃত্যু হয় ১ জনের । জেলায় আক্রান্ত-৭১১। আজ নাঙ্গলকোটে ১কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল ও তাঁর অফিসের তিন জনের করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে। ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৩ মে তিনি নমুনা টেস্ট করেন আজ ফলাফল পজেটিভ আসে। উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল জানান, তিনি ভালো আছেন, সকলের দোয়া চেয়েছেন।
তাঁর অফিসের পিআইও পজেটিভ আসার পর তিনি টেস্ট করান।
সিটি করপোরেশনের ২১ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহাবুবের করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে।
করোনা সংক্রমিত এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সংস্পর্শে থাকায় সংক্রমণ প্রতিরোধে জেলা সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী কোয়ারেন্টাইনে আছেন। একই ঘটনায় মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সংস্পর্শে  থাকায় নমুনা টেস্ট করার পর তিনিও কোয়ারেন্টাইনে যাবেন।
শহরের বজ্রপুরে করোনায় মারা যাওয়া সিমেন্ট ব্যবসায়ী আবদুল কুদ্দুসের গ্রামের বাড়ি হেমজুরায় আরো ৬ জন আক্রান্ত। এর মধ্যে মরহুম আবদুল কুদ্দুসের ভাই রয়েছেন। সিটিকর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর   কাজী মাহাবুব ও ২৭নং ওয়ার্ড কাউন্সিলর হাসানের করোনা ভাইরাস নমুনা পরিক্ষা পজিটিভ। বরুড়া উপজেলায়  সুজন (২২) নামের নলুয়া চাঁদপুর গ্রামের একজন করোনায় আক্রান্ত। সুজন ঈদ কে কেন্দ্র করে ঢাকা থেকে বাড়িতে এসেছে।  আজ দেবীদ্বারে ১১জন পজিটিভ এসেছে।এরা হলেন-মাস্টার হাউজের পূর্বের পজিটিভ রোগীর পরিবারের ৩জন,পৈরাংকুল স্বামী স্ত্রী ২জন,বানিয়াপাড়া ১জন, মাদ্রাসাপাড়া ১জন,কাজীবাড়ি ১জন,ভিংলাবাড়ি ১জন, ইউসুফপুর ১জন এবং রাধানগর ১জন সহ ১১জন ও লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান এবং স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামে সালা মোহাব্বত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ।
 সদর দক্ষিণ উপজেলায় এক পরিবারের ছয় জনসহ সাত জন করোনায় আক্রান্ত হয়েছে।
বুধবার  চৌয়ারা ইউনিয়নের পিপুলিয়া বাজার সংলগ্ন হেমজোরা মৈশান বাড়ির এক পরিবারের ছয় জন করোনায় আক্রান্ত হয়েছে। এ ছাড়া পশ্চিম জোর কানন ইউনিয়নে এক জন করোনায় আক্রান্ত হয়েছে। আজ  কুমিল্লাতে করোনা পজিটিভ আসে-৩৮জনের স্যাম্পল পাঠানো হয়েছে ৭৭৫৯, রিপোর্ট রিসিভ -৭০৪৫, আজ
আক্রান্ত এলাকা হলো, বরুড়া -১,  আদর্শসদর-৪ , সদর দক্ষিণ-৭, মনোহরগঞ্জ-২,চান্দিনা-৪ ব্রাহ্মণপাড়া-২,বুড়িচং-১ ,দেবিদ্বার-১১,  নাঙ্গলকোট-৫, সিটিতে-১জন।পজিটিভ -৭১১ । সুস্হ্য-১০০ জন। আজ মৃত্যু -১জনসহ মৃত্যু হয়েছে  -২৩ জনের ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর