× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

গাজীপুরে করোনা আক্রান্ত ১ হাজার ২৯ জন

করোনা আপডেট

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২৮ মে ২০২০, বৃহস্পতিবার

গাজীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে গাজীপুরে মোট সনাক্ত ১ হাজার ২৯জন। গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানিয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে একজন স্বাস্থ্য কর্মী তার পরিবারের দুইজন এবং বেশ কয়েকজন পোশাক কারখানার শ্রমিক রয়েছেন। তবে এ পর্যন্ত এই জেলায় মোট ৬০জন পোশাকশ্রমিক কোন ভাইরাসে আক্রান্ত হয়েছে।
অন্যদিকে জেলার কালিগঞ্জের বড়নগর এলাকায় করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে । বুধবার রাতে রাতে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে, তার চার ছেলে বিদেশে থাকায় আতঙ্কে কেউ লাশের কাছে যেতে চাচ্ছে না । কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পলিকল্পনা কর্মকর্তা ছাদেকুর রহমান আকন্দ জানিয়েছেন, নিহতের নমুনা সংগ্রহ করা হয়েছে ।

গাজীপুরে পোশাক কারখানায় খুলতে শুরু করায় দেশের বিভিন্ন এলাকা বিশেষ করে উত্তরবঙ্গ উত্তরাঞ্চলের পোশাক শ্রমিকরা নানা ভোগান্তি নিয়ে ঈদ শেষে ফিরে আসছেন কর্মস্থলের উদ্দেশ্যে। বৃহস্পতিবার প্রায় সাড়ে আটশ পোশাক কারখানা খোলা ছিল। শনিবার থেকে প্রায় সবগুলি কারখানা খোলা হবে। স্বাস্থ্যবিধি লোকজন পরিস্থিতি না মেনে নানা শ্রেণী-পেশার লোকজনের অনেকটা অবাক ও অনিয়ন্ত্রিত চলাচলের কারণে করণা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর