× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ফুলবাড়িয়ায় গৃহবন্দি শিক্ষক পরিবার

বাংলারজমিন

ফুলবাড়িয়া(ময়মনসিংহ) প্রতিনিধি
২৯ মে ২০২০, শুক্রবার

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা বাক্তা বাজারে গৃহবন্দি শিক্ষক পরিবার। শিক্ষক ইউছুফ আলীর স্ত্রী’র পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তিতে থাকার ঘর করতে গিয়ে গৃহবন্দি এই পরিবার। গত ২৮ মে হতে সে ঘরে বন্দি অবস্থায় মানবেতর জীবন-যাপন করছে। এ নিয়ে স্থানীয় একাধিক সালিশ দরবার করেও কোন সুরাহা না হওয়ায় থানায় মামলা হয়ে আসামীরা জামিনে মুক্ত হয়ে আবারও ভাংচুর চালায়। অব্যাহত রেখেছে হুমকি ধামকি। গৃহবন্দি পরিবার যেন বাড়ী থেকে চলে যায়। বাড়ী থেকে বের হলেই দখল নিতে পারে জবরদখল কারীরা। বাসা থেকে বের হওয়ার রাস্তাটিও বন্ধ করে তালা লাগিয়ে দিয়েছে।
বন্ধ রয়েছে পানি ও বৈদ্যুৎতিক সংযোগ।
শিক্ষকের স্ত্রী সেলিনা আক্তার জানান, দুই দিন যাবত আমাকে ঘর থেকে বের হতে দিচ্ছে না, আমার চাচাত ভাই-বোনেরা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, বাসায় পানি নেই, প্রস্রাব-পায়খানা করার কোন ব্যবস্থা নেই, ঘরেই প্রস্রাব-পায়খানা করতে হচ্ছে। আমার কাছে কাউকে আসতে দিচ্ছে না, আমাকে তারা বের হয়ে চলে যেতে বলে কিন্তু এখান থেকে বের হলেই তারা বাসা দখলে নিয়ে যাবে। আমার ২টি সন্তান তারা আমার জন্য কান্নাকাটি করছে। কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বাক্তা বাজারে মৃত সাহেব আলী মাস্টারের ৫ কন্যা সন্তানের একজন সেলিনা আক্তার। বাবা মারা যাওয়ার পর পরই পাঁচ বোন তাদের হিৎস্যা অনুযায়ী তাদের পাওনা বুঝে নেয়। তাদেরই একজন সেলিনা। সে তার বাপের পৈত্রিক সম্পত্তিতে ফাউন্ডেশন দিয়ে ঘর উত্তোলন করে প্রায় প্রথম তলার কাজ শেষ করে। এমন সময় তার জেঠা, চাচা ও তাদের সন্তানেরা কাজে বাঁধা প্রদান করে। স্থানীয়ভাবে মিমাংসা না হওয়ায় সেটি মামলা পর্যন্ত গড়ায়। মামলায় একজন আসামীকে পুলিশ গ্রেফতার করে পরে ঐ আসামী সহ বাকীরা জামিনে মুক্ত হয়ে আবারও সন্ত্রাসী কার্যকলাপ চালায়।
তবে স্থানীয়রা জানিয়েছেন, সেলিনার দাবী যৌক্তিক। পারিবারিকভাবে যারা বাধা প্রদান করে, তারা বেআইনিভাবে ঘরে বন্দি করে রেখেছে।
বাঁধা জবরদখল কারীরা জানিয়েছেন, চাচার সম্পত্তির ভাগ কন্যারা পেলে, আমরা (চাচাতো ভাই-বোন) কেন পাবো না?
ইউনিয়ন আ’লীগ সভাপতি মুঞ্জুরুল হক মুঞ্জু বলেন, বিষয়টি আমরা স্থানীয়ভাবে সমাধান করার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়েছি।
ফুলবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, গৃহবন্দির ঘটনায় থানায় অভিযোগ করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর