× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

রাণীনগরে বাসায় ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বাংলারজমিন

নওগাঁ প্রতিনিধি
২৯ মে ২০২০, শুক্রবার

নওগাঁর রাণীনগরে গভীর রাতে বাড়িতে ঢুকে রুঞ্জু ম-ল (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে মুখোশধারী দূর্বৃত্তরা। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার রাতোয়াল গ্রামে ঘটনাটি ঘটেছে। রুঞ্জু ম-ল ওই গ্রামের শুকবর আলী ম-লের ছেলে। রুঞ্জু ম-লের বড় মেয়ে রুমি আক্তার জানান, গত বৃহস্পতিবার রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। রাত অনুমানিক সাড়ে ১২টার দিকে মুখোশধারী এক যুবক বাড়ির সঙ্গে লাগানো গোয়াল ঘরের টিনের চালার টিন কেটে বাড়ির রান্না ঘরে প্রবেশ করে পানির মটর চালু করে। এ সময় আমার নানা মটরের পানি পরছে টের পেয়ে মা’কে ডেকে মটর বন্ধ করতে বলেন। আমার বাবা উঠে মটর বন্ধ করার জন্য রান্না ঘরের দরজা খোলা মাত্রই মুখোশধারী ওই যুবক এলোপাতাড়িভাবে ধারালো অস্ত্র দিয়ে আমার বাবাকে কোপাতে থাকে। এ সময় আমার মা এগিয়ে গেলে তাকেও কোপমারে দূর্বৃত্তরা।
আমরা সবাই উঠলে হামলাকারী গোয়াল ঘরের দরজা খুলে পালিয়ে যায়। তবে সে কি একাই ছিল নাকি বাইরে আর কেউ ছিল তা বলতে পারেনি রুমি আক্তার। এ ছাড়া তার বাবাকেই শুধু হত্যার উদ্দেশ্যে এই হামলা নাকি বাড়িতে ডাকাতি করার কোনো পরিকল্পনা ছিল তাও বলতে পারছে না কেউ। খবর পেয়ে রাতেই রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুরুতর আহত রুঞ্জু ম-লকে উদ্ধার করে প্রথমে নওগাঁ পরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভোর রাতে মারা যান তিনি। রুঞ্জু ম-ল স্থানীয় রাতোয়াল বাজারে ধান, চাল, সার ও তেলের ব্যবসা করতেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানা পুলিশ কাউকে আটক করতে পারেনি। এ ব্যপারে রাণীনগর থানার ওসি জহুরুল হক জানান, খরব পেয়ে রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতি বা লুটপাটের জন্য এই ঘটনা ঘটেছে এমন কোনো আলামত পাওয়া যায়নি। তবে যেই ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে ওই বাড়িতে তার আগে থেকেই যাতায়াত ছিল এবং পূর্ব কোনো শত্রুতার জের ধরে হয়তো এঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় রাণীনগর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান ওসি জহুরুল হক।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর