× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /চোর-পুলিশ খেলে জেএমবি জঙ্গি নেতা হেফাজতে, খাটের তলা থেকে গ্রেপ্তার বড় করিম

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) মে ৩০, ২০২০, শনিবার, ২:৫৪ পূর্বাহ্ন

নিষিদ্ধ জামাতুল মুজাহিদিন বাংলাদেশের সন্ত্রাসবাদী জঙ্গি নেতা আব্দুল করিম ওরফে বড় করিমকে ভিডিও কনফারেন্সিং এর মারফত হাজির করেছিল স্পেশাল টাস্ক ফোর্স। কলকাতা পুলিশের এই বাহিনীর আবেদনে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের অন্যতম চাঁই আব্দুল করিমকে ১২ জুন পর্যন্ত পুলিশি হেফাজত দেয়া হয়েছে। এস টি এফ এর গোয়েন্দারা বড় করিমকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদের সুতি থানার গাজীপুর থেকে। বাবা, মা, স্ত্রী ও পাঁচ সন্তানের সঙ্গে যোগাযোগ রাখাই কাল হল করিমের। এক আত্মীয়’র বাড়িতে থেকে যোগাযোগ রাখছিল সে। কয়েকটি চিঠি অনুসরণ করে গোয়েন্দারা তার সন্ধান পায়। গ্রেপ্তারের ভয়ে খাটের তলায় লুকিয়ে ছিল এই জঙ্গি। খাটের তলা থেকে বের করে তাকে হেফাজতে নেয়া হয়।
দু’হাজার আঠার সালে এক জে এম বি সদস্য পয়গম্বর শেখকে জেরা করার সময় প্রথম বড় করিমের কথা জানতে পারে এস টি এফ। একবার তারা প্রায় করিমের নাগালও পেয়ে গিয়েছিল। কিন্তু শেষমুহূর্তে পাখি উড়ে যায়। থেকে যায় পটাসিয়াম নাইট্রেট এর মতো কিছু বিস্ফোরক, একটি ল্যাপটপ, কিছু মানচিত্র এবং রাষ্ট্রদ্রোহীতার কিছু দলিল। এবার অবশ্য পাখি উড়ে যেতে পারেনি। বড় করিমের ঠিকানা এখন পুলিশের লকাপে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর