× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

জুনেই বাফুফে নির্বাচন!

খেলা

স্পোর্টস রিপোর্টার
৩১ মে ২০২০, রবিবার

খুলতে শুরু করেছে অফিস আদালত। সরকারি নিষেধাজ্ঞাও ক্রমশ শিথিল হচ্ছে। এই সুযোগেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত হওয়া নির্বাচন নিয়ে সরব হতে শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পরিস্থিতি স্বাভাবিক হলে জুনেই নির্বাচন কার্যক্রম সম্পন্ন করতে চায় বাফুফের বর্তমান কার্যনির্বাহী কমিটি।
এপ্রিলেই নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে আগানো ফেডারেশন করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এরপর ফিফার অনুমতি নিয়ে নির্বাচন আয়োজন সাপেক্ষে কমিটির মেয়াদ বৃদ্ধি পায়। দেড় মাস বাফুফে ভবন বন্ধ থাকলেও থেমে ছিলো না নির্বাচনী কার্যক্রম। জানা গেছে, এই সময়ের মধ্যে নির্বাচনের কাউন্সিলদের তালিকা চূড়ান্ত করে ফেলেছে ফেডারেশন। এখন শুধু নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা দেয়ার অপেক্ষায় আছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।
সবকিছু ঠিক থাকলে দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে জুনের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘আমরা আর বিলম্ব করতে চাই না। আমি চাচ্ছি পরিস্থিতি স্বাভাবিক হলে, মানুষের চলাফেরা ঠিক হলেই জুনের প্রথম সপ্তাহে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করবো। সব ঠিক থাকলে এ মাসেই অনুষ্ঠিত হবে বাফুফের স্থগিত হওয়া নির্বাচন।’
চতুর্থ মেয়াদে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন কাজী সালাউদ্দিন। গত ১২ বছরে দেশের ফুটবলের উত্থান-পতনে বেশ কয়েকবারই এক পাহাড় অভিযোগ জমা হয়েছে বাফুফের বসের খাতায়। ফের সভাপতি হওয়ার দৌড়ে বেশ এগিয়ে আছেন তিনি। তবে নির্বাচনে জয়ী হয়ে অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত করে দিবেন বলে জানিয়েছেন সালাউদ্দিন। তার বিরুদ্ধে অভিযোগের  বিষয়ে তিনি বলেন, যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে এদেশের ফুটবলে তাদের অবদান কী? বরং আমি বলতে পারবো আমাদের সময় দেশের ফুটবলে একটা কাঠামো তৈরি হয়েছে। নিয়মিত মাঠে খেলা গড়িয়েছে। আস্তে আস্তে ফল পেতে শুরু করেছে জাতীয় দল
উল্লেখ্য বাফুফের বর্তমান কমিটির মেয়াদ ছিল ৩০শে এপ্রিল পর্যন্ত। তার আগে ২০শে এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাফুফের নির্বাচন। তবে দেশে করোনো পরিস্থিতি খারাপের দিকে চলে যাওয়ায় গত ২৭শে মার্চ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় এই নির্বাচন। আর বর্তমান কমিটিকে দায়িত্ব পালন করে যাওয়ার অনুমতি দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাÑ ফিফা।  

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর