× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

আয় রোজগারে মেসিকে টপকে শীর্ষে ফেদেরার

খেলা

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২০, রবিবার

মার্কিন ব্যবসা সাময়িকী ফোর্বস-এর বার্ষিক আয়ের তালিকায়  প্রথমবারের মতো শীর্ষে শোভা পাচ্ছে একজন টেনিস খেলোয়াড়ের নাম। গত এক বছরে ক্রীড়াবিদদের মধ্যে বিশে^র সবচেয়ে বেশি আয়-রোজগার রজার ফেদেরারের। সুইজারল্যান্ডের টেনিস তারকা ফেদেরারের আয়ের অঙ্কটা ৮৬.২ মিলিয়ন পাউন্ডের। এতে ফোর্বসের তালিকায় গতবারের চেয়ে চার ধাপ উন্নতি দেখছেন গ্র্যান্ড স্লাম একক টেনিসে রেকর্ড ২০টি শিরোপার মালিক। এতে তিনি টপকে গেছেন বিশ^ ফুটবলের সেরা দুই খেলোয়াড় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে। আগের বছর তালিকার শীর্ষে ছিলেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। তবে এবার দুই ধাপ অবনমিত হয়ে তিন-এ নেমে এসেছে মেসির নাম।
৩৮ বছর বয়সী সুইস তারকা ফেদেরারের মূল আয়টা টেনিস কোর্টের বাইরে থেকে।
তার ৮৬.২ মিলিয়ন পাউন্ড আয়ের ৮১ মিলিয়নই এসেছে বিজ্ঞাপনী এনডর্সমেন্ট থেকে। গত বছর ৮৫ মিলিয়ন পাউন্ডের আয় নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
তালিকার তৃতীয় স্থানে লিওনেল মেসির আয় ৮৪ মিলিয়ন পাউন্ড। শীর্ষ পাঁচের পরের দুই স্থানে রয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার (৭৭.৫ মি.) ও মার্কিন বাস্কেটবল তারকা লেবরন জেমস (৭১.৫ মি.)। খেলায়াড়দের এবারের আয় রোজগারে প্রভাব পড়েছে করোনা ভাইরাসের। তালিকা প্রকাশ শেষে ফোর্বস ম্যাগাজিনের সিনিয়র এডিটর কার্ট বেডেনহসেন বলেন, ‘করোনা ভাইরাস মহামারির কারণে মেসি-রোনালদোর বেতন কাটা পড়ায় প্রথমবার তালিকার শীর্ষে দেখছি একজন টেনিস খেলোয়াড়কে। রজার ফেদেরার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য একজন নিখুঁত বিক্রয় সহযোগী (পিচম্যান)। যে কারণে বিশে^র স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এই টেনিস গ্রেটের বার্ষিক বিজ্ঞাপনী চুক্তির অঙ্কটা ১০০ মিলয়ন ডলার ছাড়িয়ে।
সেরেনাকে থামালেন ওসাকা
নারী ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বেশি আয় রোজগার নাওমি ওসাকার। ফোর্বস ম্যাগাজিনের নারী ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রয়েছেন ২২ বছর বয়সী এ টেনিস তারকা। গত বছর জাপানি এই টেনিস খেলোয়াড় আয় করেন ৩০.৭ মিলিয়ন পাউন্ড। নারী পুরুষ মিলিয়ে তালিকার ২৯তম স্থানে রয়েছেন দুইবারের একক গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ী ওসাকা। আগের টানা চার বছর ফোর্বসের নারী অ্যাথলেটের তালিকায় শীর্ষে শোভা পায় মার্কিন তারকা সেরেনা উইলিয়ামসের নাম। গ্রান্ড স্লাম একক টেনিসের ২৩টি শিরোপার মালিক ৩৮ বছর বয়সী সেরেনা উইলিয়ামসের আয় এবার ওসাকার চেয়ে ১.৫ মিলিয়ন পাউন্ড কম।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর