× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার , ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ /আইসিসি’র সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

খেলা

স্পোর্টস রিপোর্টার
৩১ মে ২০২০, রবিবার

২০২০, ক্রিকেট ইতিহাসে বিভীষীকার নাম হয়ে থাকবে। মার্চ থেকে একের পর এক আন্তর্জাতিক ক্রিকেট বাতিল হতে শুরু করেছে। করোনা ভাইরাসের কারণে বিশ্বের সব দেশেই বন্ধ ক্রিকেট। এ বছর মাঠে আর ক্রিকেট গড়াবে কিনা তা নিয়ে ৩ মাসেও কটেনি অনিশ্চিয়তা। করোনা ভাইরাসের কারণে শেষ পর্যন্ত শঙ্কায় অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপও। আগামী ১০ই জুন এই আসরের ভাগ্য নির্ধারণ হবে বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসির সভায়। দুদিন আগেই এক দফা আলোচনা হয়েছে। কিন্তু আইসিসির সভা শেষ হয়েছে কোনো সিদ্ধান্ত ছাড়াই।
অন্যদিকে অস্ট্রেলিয়া জানিয়েছে বিশ্বকাপ বাতিল হলে তাদের পড়তে হবে বড় ধরনের লোকসানের মুখে। তাই আসর আয়োজনে তারা দিয়েছে পরিকল্পনাও। কী হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের! সঠিক সময় মাঠে গড়াবে নাকি পিছিয়ে যাবে? নাকি শেষ পর্যন্ত আসরই প- হবে! এ নিয়ে বাংলাদেশের অবস্থান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান। দৈনিক মানবজমিনকে তিনি বলেন, ‘ বিশ্বের যে অবস্থা তাতে এখনই ক্রিকেট নিয়ে চিন্তা করা কঠিন বিষয় হয়ে আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয়টা পুরোপুরি আইসিসির হাতে। বিশ্ব ক্রিকেট সংস্থা যদি অনুমোদন দেয় তাহলে আমরা প্রস্ততি নিয়ে কাজ শুরু করবো। তার আগে এ নিয়ে কিছুই বলা যাবে না। ১০ই জুন সিদ্ধান্ত হবে। আমরাও (বিসিবি) সেই দিনের অপেক্ষায়।’
অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হলে বা পেছালে বাংলাদেশের লাভ না ক্ষতি? এ নিয়ে চলছে আলোচনা। পিছিয়ে গেলে টাইগারদের লাভ হবে নিশ্চিতভাবে । যদি অক্টোবর থেকে পিছিয়ে যায় তাহলে বাংলাদেশ দলের লাভ সাকিব আল হাসানকে পাওয়া যাবে। কারণ সাকিক আল হাসানের ওপর থেকে আইসিসির নিষেধাজ্ঞা উঠে যাবে আগামী ২৯শে অক্টোবর। আরেকটি সুবিধা হবে ভালো ভাবে প্রস্তুতি নিতে পারবে টাইগাররা। কারণ ২ মাস ধরে ক্রিকেট বন্ধ কবে মাঠে ফিরবে তারও কোনো নিশ্চিয়তা নেই। তাই মাঠে ফিরে প্রস্তুতিরও একটি বিষয় আছে। এ বিষয়ে আকরাম বলেন, ‘আমাদের তো এখনো খেলাই শুরু করতে পারিনি। বিশ্বকাপ পেছালে লাভ ক্ষতির হিসাব এখনই করছি না। আমাদের দরকার ক্রিকেট মাঠে ফেরা। আপাতত সেই নিয়ে ভাবনা।’
আজ  শেষ হচ্ছে বাংলাদেশের সাধারণ ছুটি। অফিস, গণপরিবহনসহ সরকার খুলে দিচ্ছে সব কিছু। তাই আলোচনায় উঠে এসেছে ক্রিকেটের মাঠে ফেরা। তবে আকরাম জানালেন এখনো তারা কোনা ধরনের ঝুঁকি নিতে চান না। তিনি বলেন, ‘দেখেন সব কিছু খুলে দিলেও করোনা পরিস্থিতি আগের চেয়ে ভয়াবহ। তাই আমরা ক্রিকেটারদের নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না। কারণ, দেখেন আমাদের ভালো মানের ক্রিকেটার খুব বেশি নেই। যদি কোনো ক্রিকেটার আক্রান্ত হন তাদের বিকল্প বের করা কঠিন হয়ে যাবে।  যে কারণে মনে হয় এখনই ক্রিকেট মাঠে ফেরানো কোনোভাবেই উচিত হবে না।’
তবে আকরাম জানিয়েছেন জুনের প্রথম সপ্তাহেই তারা আলোচনায় বসবেন। ঠিক করবেন দেশের ক্রিকেট নিয়ে করণীয়। তিনি বলেন, ‘আমরা ৭ তারিখের মধ্যে পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবো। সেখানেই ঠিক করবো ক্রিকেট আমরা মাঠে ফেরাতে পারি কিনা। তবে আমার ব্যক্তিগত মত যদি বলেন আমি কোনোভাবেই ক্রিকেটারদের নিয়ে ঝুঁকি নিতে চাই না। আরেকটা কথা বলে রাখা ভালো, মনে হয় না জুনে আমরা ক্রিকেট শুরু করতে পারবো। পরিস্থিতি ভালো হলেই ভাববো কী করা যায়।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর