× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

আলোচিত সেই কাউন্সিলর খোরশেদ করোনায় আক্রান্ত

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৩ বছর আগে) মে ৩০, ২০২০, শনিবার, ৭:৩২ পূর্বাহ্ন

করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের কাছে স্বজনরাই যখন কাছে ভিড়ছেন না, সেই সময় তাদের দাফনে এগিয়ে আসেন নারায়ণগঞ্জের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। শুধু তাই নয়, করোনা ভাইরাস সংক্রান্ত যেকোন ধরণের সহযোগিতা, মধ্যবিত্তের ঘরে নীরবে ত্রাণ পৌঁছিয়ে দেয়া, সবজি বিতরণসহ নানা ধরণের কাজ করে যাচ্ছিলেন তিনি। মানবিক কাজ করে দেশে-বিদেশে আলোচিত এই জনপ্রতিনিধি নিজেই এখন করোনা ভাইরাসে আক্রান্ত। আজ শনিবার তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভে এসেছে। এর আগে তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন।

করোনা আক্রান্তের বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। হাসবুনিল্লাহি ওয়া নিমাল ওয়াকিল। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট।
আমি আল্লাহর ইচ্ছায় করোনা পজিটিভ হয়েছি। তাই আগামী ৪ দিন আমি স্বশরীরে উপস্থিত না থাকলেও আমাদের দাফন, টেলিমেডিসিন, প্লাজমা সংগ্রহ, সবজি বিতরণ, মধ্যবিত্তের জন্য ভর্তূকি মূল্যে খাবার বিক্রি ও ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমার টেলিফোন ২৪ ঘন্টা খোলা আছে। যেকোন প্রয়োজনে আমাকে জানালে আমাদের টিম মেম্বাররা আপনাদের সমস্যা সমাধানে সচেষ্ট হবে, ইনশাআল্লাহ।’

কাউন্সিলর খোরশেদ গণমাধ্যমকে বলেন, আজ নমুনা পরীক্ষার রিপোর্ট পেয়েছি। এতে আমার দেহে করোনা ভাইরাসে উপস্থিতি পাওয়া গেছে। শুক্রবার পর্যন্ত ৬১টি মরদেহ দাফন করেছি। বর্তমানে নিজ বাড়িতেই আইসোলেশনে আছি। বাড়িতে থেকেই চিকিৎসা নেবো।

তিনি আরও জানান, আমি আক্রান্ত হলেও আমার সব কার্যক্রম চলবে। আমার টিম সক্রিয় থাকবে, আমার ফোন চালু থাকবে। আমি যতদিন বেঁচে আছি করোনা যুদ্ধ থেকে এক বিন্দুও নড়বো না।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর