× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বরগুনায় নতুন ১০ জনসহ মোট ৬৪ জন করোনায় আক্রান্ত

বাংলারজমিন

বরগুনা প্রতিনিধি
৩০ মে ২০২০, শনিবার

বরগুনায় নতুন করে আরো ১০ জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এনিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। আর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৬ জন। এছাড়া যে ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটাপন্ন। তাকে উন্নত চিকিৎসার জন্য আজ রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
নতুন করে করোনায় আক্রান্ত সকলে ঈদের আগে ঢাকা, নারায়নগঞ্জ ও গাজীপুর থেকে বরগুনা এসেছেন। নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় পাঁচ জন, বামনায় চার জন ও তালতলীতে রয়েছেন এক জন।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান জানান, শনিবার পর্যন্ত বরগুনায় ৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে ২৮ জন বরগুনা সদরের, ১৩ জন বামনার, ১২ জন আমতলীর,  জন পাথরঘাটা, পাঁচ  জন বেতাগীর ও একজন তালতলী উপজেলার বাসিন্ধা।
করোনা আক্রান্ত রোগীদের মধ্যে আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম দেলোয়ার হোসেন ও বেতাগীর বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামের খলিলুর রহমান মারা গেছেন। শনিবার পর্যন্ত এখানে সুস্থ হয়েছেন ৩৮ জন।
বরগুনায় নতুন করে হাসপাতাল পুকুরপাড়ের ১৮ বছরের একজন যুবতী, কেওড়াবুনিয়া ইউনিয়নের কোটবাড়িয়া গ্রামের ২২ বছরের একজন নারী, গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা গ্রামের ২৫ বছরের এক যুবক, আয়লা পাতাকাটা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের ১৮ বছরের কিশোর, বুড়িরচর ইউনিয়নের ছোট লবনগোলা গ্রামের ২৬ বছরের এক যুবক, বামনা উপজেলার হোগলপাতি গ্রামের ৪০ ও ৪৫ বছর বয়সি দুই সহোদর, ছোনবুনিয়া গ্রামের ২২ বছর বয়সি এক যুবক, জাফ্রাখালী গ্রামের ৩২ বছর বয়সী এক যুবক এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের একজন সিনিয়র স্টাফ নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত রোগীদের মধ্যে বরগুনা সদর হাসপাতালে ১৩ জন, পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও তালতলী হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বরগুনায় এক, বামনায় চার, পাথরঘাটায় দুই ও বেতাগীতে এক জন হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
করোনার প্রকোপ শুরু থেকে বরগুনায় হোম কোয়ারান্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১ হাজার ৬৭৭ জন। যাদের মধ্যে ১ হাজার ৫০৩ জন হোম কোয়ারেন্টাইন শেষ করেছেন। এ পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়রান্টাইনে থাকা ব্যাক্তির সংখ্যা ৫২৮ জন, সেখান থেকে ছাড়পত্র পেয়েছেন ৫০০ জন। বর্তমানে হোম কোয়ারান্টাইনে আছেন ১৭৪ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারান্টইনে আছেন ২৮ জন। শনিবার পর্যন্ত বরগুনায় ১ জনসহ ৫৯৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যাদের মধ্যে এক হাজার ২৫০ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর