× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

নবীগঞ্জে ইউএনও’র বাসার নিরাপত্তা দেয়াল নির্মাণের ৬ মাসেই ধ্স

বাংলারজমিন

ষ্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে
৩০ মে ২০২০, শনিবার

নবীগঞ্জে উপজেলার নির্বাহী অফিসারের বাসভবনের নিরাপত্তা বেস্টুনির দেয়াল নির্মাণের ৬ মাসের মধ্যেই ধসে গেছে।  শুক্রবার বিকালে ওই সীমানা প্রাচীরের একাংশ ধসে গেছে। এনিয়ে সমালোচনার ঝড় উঠেছে। নির্মাণ কাজে অনিয়ম নিয়ে তোলপাড় চলছে।  উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয় সূত্রে প্রকাশ, ২০১৯-২০২০ অর্থ বছরের নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের নিরাপত্তা বেস্টুনির দেয়াল নির্মাণের জন্য উপজেলা  প্রকৌশল শাখা প্রায় ১৮ লাখ টাকার কোটেশন টেন্ডার আহবান করে।  এলজিইডির পছন্দের ঠিকাদারী প্রতিষ্টান মেসার্স ইকবাল আহমেদ ট্রের্ডাস কার্যাদেশ পায়। ২০১৯ সালের নভেম্বর মাসের শেষের দিকে জেলা প্রশাসক উক্ত দেয়ালের উদ্বোধন করেন। গত শুক্রবার বিকালের দিকে হঠাৎ করে উক্ত নিরাপত্তা প্রাচীরের বিশাল একটি অংশ ধসে যায়। অপর অংশ হেলে গিয়ে ফাটল দেখা দিয়েছে । এনিয় শহর এলাকায়  সমলোচনার ঝড় উঠে। অরক্ষিত হয়ে পড়ে উপজেলা নির্বাহি অফিসারের বাস বভন।স্থানীয় সূত্রে প্রকাশ, ১৮ লাখ টাকার কোটেশনে কার্যাদেশ হলেও কাজ হয়েছে তার অর্ধেক।
বাকী টাকা প্রকৌশলীসহ লুটেপুটে খেয়েছে। সরকারী কর্তার নিরাপত্তা বেষ্টনী তৈরীতে নিন্ম মানের কাজ নিয়ে তোলপাড় চলছে । নিন্ম মানের কাজের ফলে উদ্বোধনের ৬ মাসের মাতায় ভেঙ্গে গেল দেয়ালটি। ওদিকে, উপজেলা নির্বাহী অফিসারের বাসার নিরাপত্তা প্রাচীর ভেঙ্গে যাওয়ার খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান,পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করলেও উপজেলা প্রকৌশলী বা তার দপ্তরের কাউকে দেখা যায়নি।  এনিয়ে উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল বলেন, কেন দেয়াল ভেঙ্গে পড়লো, যথাযথা কাজ হয়েছে কিনা, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর