× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

বগুড়ায় জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন

বাংলারজমিন

বগুড়া প্রতিনিধি
৩০ মে ২০২০, শনিবার

 বগুড়া জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে পোশাক বিতরণের মাধ্য দিয়ে ৩৯ তম শাহাদত বার্ষিকী পালিত হয়।
শনিবার বাদ আসর শহরের বারায়তুর রহমান সেন্ট্রার মসজিদে দোয়া মাহফিল পূর্বে এক আলোচনা সভায় হয়। সেখানে শহীদ জিয়াউর রহমানের জীবন দর্শন নিয়ে নেতৃত্ব আলোচনা করেন। তলে ধরা হয় জিয়াউর রহমানের ১৯ দফার বিশ্লেষণ। এসময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, যারা স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করে তারা সেদিন দেশের গণতন্ত্র ধ্বংস করেছিল। অর্থনীতি আবদ্ধ করে রেখেছিল। শহীদ জিয়া সেসব মুক্ত করে দেশের মানুষকে নতুন পথ দেখিয়ে গেছেন। সে পথেই আজকে বাংলাদেশ এগোচ্ছে।
তিনি সকলকে জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কোনো বিভক্তি বা বিভাজনের চিন্তা না করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে।
হতাশ না হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে আরো শক্তিশালী সংগঠনে পরিণত করে বাংলাদেশকে এগিয়ে নিতে চেষ্টা করতে হবে।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, সাবেক জেলা বিএনপির সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, ডা. মামুনুর রশিদ মিঠু, মাহবুবুর রহমান বকুল, সহিদ উন নবী সালাম, ওমর ফারুক খান, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যানপ্রমূখ। দোয়া মাহফিল শেষে জেলা বিএনপির আহবায়ক ও সংসদ সদস্য গোলাম মো: সিরাজের ব্যক্তিগত তহবিল থেকে শহরের পুরান বগুড়া এলাকায় দুস্থদের মাঝে শাড়ী এবং লুঙ্গি বিতরণ করা হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর