× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ত্রিশ বছর পরে বিশ্বের ধনী খেলোয়াড়ের তালিকায় একজনের বদলে চৌদ্দ জন ফুটবলার

খেলা

ক্রীড়া বিষয়ক বিশ্লেষক
৩১ মে ২০২০, রবিবার

সালটা ছিল ১৯৯০। সবে শেষ হয়েছে বিশ্বকাপ ফুটবল ইতালিয়া - ৯০। বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিন তাদের একশো ধনী ক্রীড়াবিদের তালিকাটি প্রকাশ করলো। গোটা দুনিয়া স্তম্ভিতভাবে দেখলো একশো জনের তালিকায় একজন ফুটবলারই শুধু জায়গা পেয়েছেন। ইতালির পনিটেল ফুটবলার রবের্তো বাজ্জিওর জায়গা হয়েছিল ন’ নম্বরে । তারপর ত্রিশ বছর কেটে গেছে। এবারও, ২০২০ সালে ফোর্বস ম্যাগাজিন তাদের বিশ্বের ধনী একশো খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে। এই তালিকায় এবার আসেন চৌদ্দ জন ফুটবলার।
গতবার লিওনেল মেসি শীর্ষস্থানটি পেয়েছিলেন। করোনা পানডেমিকে পে কাট না হলে এবার হয়ত শীর্ষস্থান পেতেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ফুটবলারদের সরিয়ে এবার এক নম্বর হয়েছেন টেনিস তারকা ফেডেরার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন রোনাল্ডো, মেসি এবং নেইমার। তালিকায় চৌদ্দ জন ফুটবলার থাকলেও ক্রিকেটার মাত্র একজন। ভারতের বিরাট কোহলি। ২৬ মিলিয়ন ডলার আয় নিয়ে তিনি ৬৬তম জায়গাটি পেয়েছেন। এর মধ্যে ২৪ মিলিয়নই এনডোর্সমেন্ট বাবদ। দু’মিলিয়ন ডলার এসেছে মাইনের খাত থেকে। একশো জনের তালিকায় পঁয়ত্রিশ জনই বাস্কেটবল খেলোয়াড়। আমেরিকার এন বি এ তে খেলেন এরা। একত্রিশ জন আছেন আমেরিকান ফুটবল খেলোয়াড় এবং ছ’জন টেনিস তারকা। তালিকার শীর্ষে থাকা ফেডেরার আয় একশো ছয় দশমিক তিন মিলিয়ন ডলার। দ্বিতীয় রোনাল্ডো এবং তৃতীয় স্থানে থাকা মেসির আয় যথাক্রমে একশো চার ও একশো তিন মিলিয়ন ডলার। বিরাট কোহলি ২০১৮ তে তিরাশি এবং ২০১৯ এ ১০০তম স্থান পেয়েছিলেন। এবার তিনি প্রমোশন পেয়ে ৬৬ নম্বরে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর