× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনায় মারা যাওয়া নার্স রুহুলের ছেলের পড়ালেখার দায়িত্ব নিলেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৩১ মে ২০২০, রবিবার

সিলেটে করোনায় মারা যাওয়া নার্সেস কর্মকর্তা রুহুল আমিনের একমাত্র ছেলের পড়ালেখার দায়িত্ব নিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। মন্ত্রীর ঘনিষ্টজন কায়েস চৌধুরী ও ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল গণমাধ্যমকে জানিয়েছেন- পররান্ত্রমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে রুহুল আমিনের ছেলের পড়ালেখার জন্য তাঁর স্ত্রীর নামে ২ লাখ টাকার সঞ্চয়পত্র কিনে দেওয়ার ঘোষনা দিয়েছেন। যেটি দিয়ে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলের ৭ম শ্রেণীতে পড়ুয়া তাঁর ছেলে আলীফের দৈনন্দিন পড়ালেখার খরচ চলবে। সেই সঙ্গে তার টিউশন ফি ও একাডেমিক সকল ব্যয় মওকুফের উদ্যোগ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে, নার্সিং কর্মকর্তা রুহুল আমিনের পরিবারের পাশে দাঁড়ানোয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান ও উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। এক বিবৃতিতে শামীমা নাসরিন ও ইসরাইল আলী সাদেক বলেন- পররাস্ট্রমন্ত্রী পাশে থাকার কারনে সিলেটের করোনা যুদ্ধারা মনোবল পাচ্ছেন। এজন্য তারা মন্ত্রীকে ধন্যবাদ জানান।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর