× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

হাটহাজারীতে একদিনে আক্রান্ত ৩৪

বাংলারজমিন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
৩১ মে ২০২০, রবিবার

চট্টগ্রামের হাটহাজারীতে করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে। ৩০ মে উপজেলায় সর্বোচ্চ একদিনে আক্রান্ত হয়েছে ৩৪জন। এর মধ্যে শিশুসহ সাংবাদকর্মী, পুলিশ, আনসার সদস্য, ব্যাংক কর্মকর্তা রয়েছে। এ পর্যন্ত হাটহাজারীতে ১২১জন করোনা ভাইরাস (কোভিট ১৯) এ আক্রান্ত হয়েছেন।

উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার কয়েকটি ওয়ার্ডে কম বয়সের বেশি রোগী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। দিন দিন করোনা আক্রান্ত সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে উপজেলায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাটহাজারী ইউএনও অফিসের ৩৮ বছর বয়সী ১জন আনসার সদস্য , হাটহাজারী থানা পুলিশের ৩৬ বছর বয়সী ১জন, আবুল কাশেম বিল্ডিং কামাল পাড়া পৌরসদর ৩৬ বছর বয়সী ১জন, ফতেপুর মহরম বাড়ী ৫৬ বছর বয়সী ১ জন, পশ্চিম মেখল ফকিরহাট ১জন, ছিপাতলী ৯নং ওর্য়াড ১জন, আমানবাজার ৫০ বছর বয়সী ১জন, আমানবাজার ২২ বছর বয়সী ১জন, হাটহাজারী মডেল থানার ৩৫ বছর বয়সী ১জন, লালখান বাজার ৪৮ বছর বয়সী ১জন, আলীপুর ৪ নং ওয়ার্ড ৫৫ বছর বয়সী ১জন, আলীপুর ৪ নং ওর্য়াড ৮ বছর বয়সী ১জন, আলীপুর ৪ নং ওয়ার্ড ৫ বছর বয়সী ১জন, জেবল হোসাইন বাড়ী,খন্দকার বাড়ীর ৪৮ বছর বয়সী ১জন, জেবল হোসাইন বাড়ী,খন্দকার বাড়ীর ১৬ বছর বয়সী ১জন, আলীপুর ৪নং ওয়ার্ড ৪০ বছর বয়সী ১জন, হাটহাজারী বাসষ্টান্ড এম আলম গ্যাস পাম্প ২২ বছর বয়সী ১জন, আলমপুর ৭ নং ওয়ার্ড ২৯ বছর বয়সী ১জন, সোনালী ব্যাংক ৫৬ বছর বয়সী ১জন, সোনালী ব্যাংক ৫৮ বছর বয়সী ১জন, সোনালী ব্যাংক ৩০ বছর বয়সী ১ জন, সোনালী ব্যাংক ২১বছর বয়সী ১জন, বানিয়া পুকুর নজুমিয়াহাট ৭ নং ওর্র্য়াড ২৬ বছর বয়সী ১জন, বানিয়া পুকুর নজুমিয়াহাট ৭ নং ওয়ার্ড ২১ বছর বয়সী ১জন, আলমপুর ৬২ বছর বয়সী ১জন, চিকনদন্ডী খন্দকিয়া ১২ নং ওয়ার্ড ১৬ বছর বয়সী ১জন, দেওয়ান নগর শায়েস্তাখাপাড়া ৩৫ বছর বয়সী ১জন, নজুমিয়া হাট বাতুয়া ২ সহোদর ১জন ৫১ বছর বয়সী আরেকজন ৪৭ বছর বয়সী, মির্জাপুর ভেলোয়ার পাড়া ১জন, ট্রাফিক পুলিশ ১জন,হাটাহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স ১জন ও দেওয়ান নগর ১জন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর