× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

রাশিয়ায় নিশ্চিত করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়ালো

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৩ বছর আগে) মে ৩১, ২০২০, রবিবার, ৫:১৯ পূর্বাহ্ন

রাশিয়ায় নিশ্চিত করোনা ভাইরাস (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। রোববার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সেখানে প্রাণ হারিয়েছেন ১৩৮ জন করোনা রোগী। এ নিয়ে সেখানে করোনায় মোট নিশ্চিত প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৬৯৩ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯ হাজার ২৬৮ জন। এ নিয়ে দেশটিতে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫ হাজার ৮৪৩ জনে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জন হপকিন্স ইউনিভার্সিটির উপাত্ত অনুসারে, রোববার বাংলাদেশ সময় বিকেল ৫টা পর্যন্ত বিশ্বজুড়ে নিশ্চিত করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ৫৪৪ জন। নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ৮২ হাজার ছাড়িয়েছে। তবে বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়েছেন, প্রকৃত সংক্রমণের সংখ্যা আরো অনেক বেশি হতে পারে।

নিশ্চিত আক্রান্ত ও মৃত্যুর হিসেবে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা গেছে যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত সেখানে করোনা কেড়ে নিয়েছে ১ লাখ ৩ হাজারের বেশি প্রাণ। আক্রান্ত হয়েছেন অন্তত ১৭ লাখ ৭০ হাজার ৩৮৪ জন।
এদিকে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২৫ লাখ ৭৫ হাজারের বেশি করোনা রোগী।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর