× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১১ মে ২০২৪, শনিবার , ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জিলক্বদ ১৪৪৫ হিঃ

কেন্দুয়ার শহীদ স্মৃতি বিদ্যাপীঠে শতভাগ পাশ

বাংলারজমিন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
৩১ মে ২০২০, রবিবার

সাফল্যের ধারা অব্যাহত রেখে  এবারও শতভাগ পাস করেছে প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের নিজ হাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষার্থীরা। বিদ্যালয়টি ২০১৫ সাল থেকে উপজেলার সর্বোচ্চ জিপিএ-৫ সহ শতভাগ পাশ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে আসছে।
 কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুরে অবস্থিত এই বিদ্যালয়টি।

বিদ্যালয় সূত্রে জানা যায় চলতি এসএসসি পরীক্ষায় এ স্কুল থেকে ৭৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৯ জন। বাকি অন্যদের মাঝে একজন এ মাইনাস আর সবাই এ গ্রেড পেয়ে কৃতকার্য হয়েছেন।
৭১ মুক্তিযুদ্ধে শহীদ বাবার স্মৃতিকে ধারণ করে হ‌ুমায়ূন আহমেদের নিজ হাতে গড়া এই স্কুলটির নাম ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’। ২০০০ সালে নিজ গ্রাম কুতুবপুরে তিনি তিন একর জমির ওপর স্কুলটি প্রতিষ্ঠা করেন। ব্যতিক্রম স্থাপত্যশৈলীতে গড়া এই বিদ্যালয়।
সদ্য এমপিভূক্ত করণ হয়েছে। বিদ্যাপীঠের পরিচালনা পর্ষদের সভাপতির দ্বায়িত্বের
সার্বিক দেখভাল করেন হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।

শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, ২০১৫ সাল থেকে এই বিদ্যালয়ের এসএসসিতে পরীক্ষা দিয়ে সবাই পাশ করে আসছে। এ ছাড়া জেএসসিতেও ধারাবাহিকভাবে শতভাগ পাশ করছে। শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদানের বাইরেও শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পড়াশোনার খোঁজ নেন শিক্ষকেরা। বিদ্যালয়ের ধারাবাহিতা যেন ধরে রাখতে সেজন্যে সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর