× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

এবারো শীর্ষে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

বাংলারজমিন

পঞ্চগড় প্রতিনিধি
৩১ মে ২০২০, রবিবার

এসএসসি পরীক্ষার ফলাফলে এবারও পঞ্চগড় জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ স্থান দখল করেছে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে এবার ২৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই পাশ করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ১০৬ জন। গত বছরের ফলাফলেও জেলার শীর্ষে ছিল এই বিদ্যালয়টি। পরের অবস্থানে রয়েছে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ২৩২ জন। আর জিপিএ-৫ পেয়েছে ১০৫ জন শিক্ষার্থী।
চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৩ হাজার ৭০৩ জন শিক্ষার্থী।
এদের মধ্যে পাশ করেছে ১১ হাজার ১০৬ জন। পাশের হার শতকরা ৮১ দশমিক ০৫ ভাগ। আর জিপিএ-৫ পেয়েছে ৫৫৭ জন শিক্ষার্থী। এবার পাশের হারে এগিয়ে রয়েছে মেয়েরা। পরীক্ষায় ৬ হাজার ৮৪০ জন মেয়ে পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৫ হাজার ৬৭৯ জন। পাশের হার শতকরা ৮৩ দশমিক ০৩ ভাগ। পরীক্ষায় ৬ হাজার ৮৬৩ জন ছেলে পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৫ হাজার ৪২৭ জন। ছেলেদের পাশের হার শতকরা ৭৯ দশমিক ০৮ ভাগ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর