× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

‘ইয়ুর লাইভস ম্যাটার’, ট্রাম্পের বিভক্তির বিপরীতে ওবামার আশার বাণী

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৩ বছর আগে) জুন ৪, ২০২০, বৃহস্পতিবার, ৫:৫৩ পূর্বাহ্ন

জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড ঘিরে যুক্তরাষ্ট্রে চলমান উত্তেজনার মধ্যে কৃষ্ণাঙ্গ তরুণদের উদ্দেশে বক্তব্য রেখেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা মার্কিন ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট কৃষ্ণাঙ্গ তরুণদের উদ্দেশে বলেছেন, ‘ইয়ুর লাইভস ম্যাটার’ বা আপনাদের জীবনের মূল্য রয়েছে। তার এই বক্তব্যকে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিভক্তি সৃষ্টিকারী মন্তব্যের অ্যান্টিডোট হিসেবে গ্রহণ করেছে ওই তরুণরা।
বুধবার যুক্তরাষ্ট্রজুড়ে তরুণদের কর্মকাণ্ডের প্রতি আস্থা প্রকাশ করেছেন ওবামা। ওবামা ফাউন্ডেশন আয়োজিত ‘মাই ব্রাদার’স কিপার এলায়েন্স’ কর্মসূচির এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। ‘রিইম্যাজেনিং পুলিসিং ইন দ্য ওয়েক অব কনটিনিউড পুলিশ ভায়োলেন্স’ শীর্ষ ওই অনুষ্ঠানে ওবামা বলেন, পুলিশের হাতে জর্জ ফ্লয়েড খুন হওয়া সত্ত্বেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী তিনি। ফ্লয়েডের হত্যাকাণ্ডের পর এই প্রথম জনসম্মুখে আসেন ওবামা।
গত সপ্তাহের সোমবার মিনেসোটার মিনেয়াপোলিস শহরে এক শ্বেতাঙ্গ পুলিশকর্মী কৃষ্ণাঙ্গ ফ্লয়েডের ঘাড়ে প্রায় নয় মিনিট হাঁটু চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে নয়দিন ধরে বিক্ষোভ চলছে।
লুটপাট, অগ্নিসংযোগ, ভাংচুরের ঘটনা ঘটেছে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মহামারির মধ্যেও সকল বাধা উপেক্ষা করে রাস্তায় নেমে আসছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওয়াশিংটনে মোতায়েন হয়েছে সামরিক বাহিনী। জারি হয়েছে কারফিউ। এই পরিস্থিতিতে বিভক্তি সৃষ্টিকারী বক্তব্য ও কর্মকাণ্ডের জন্য তীব্র সমালোচনার শিকার হয়েছেন ওবামার উত্তরসূরী ট্রাম্প।
বুধবারের অনুষ্ঠানে এক পর্যায়ে সরাসরি কৃষ্ণাঙ্গদের উদ্দেশে বক্তব্য রাখেন ওবামা। তিনি বলেন, আমি আপনাদের জানাতে চাই যে, আপনাদের জীবনের গুরুত্ব রয়েছে। আমি আপনাদের জানাতে চাই যে, আপনাদের স্বপ্নের মূল্য রয়েছে। আমি যখন বাড়ি গিয়ে আমার মেয়েদের, সাশা ও মালিয়ার মুখের দিকে তাকাই, যখন আমার ভাতিজি, ভাগ্নিদের দিকে তাকাই, আমি তাদের মুখে অসীম সম্ভাবনা দেখি, যা বিকশিত ও বেড়ে উঠার দাবিদার।
ওবামা আরো বলেন, আপনাদের শেখার সুযোগ থাকা উচিৎ ও  ভুল করার ও রাস্তায় হাটার সময় বা দোকানে যাওয়ার সময় বা হাঁটতে যাওয়ার সময় বা গাড়ি চালানোর সময় বা পার্কে বসে পাখি দেখার সময় কী হবে তা নিয়ে উদ্বিগ্ন না থেকে আনন্দের সঙ্গে জীবন যাপনের সুযোগ থাকা উচিৎ।
তিনি আরো বলেন, আমার প্রত্যাশা, আপনারা রাগের পাশাপাশি আশাবাদীও হতে পারবেন। আপনাদের হাতে পরিস্থিতি ভালো করার ক্ষমতা আছে। আপনারা পুরো দেশকে এমনটা ভাবাতে পেরেছেন যে, এটা এমনকিছু যেটা পরিবর্তন করতেই হবে। আপনারা পরিস্থিতিটিকে জরুরি অবস্থা হিসেবে তুলে ধরেছেন। এটা সাম্প্রতিক সময়ে আমার দেখা সবচেয়ে শক্তিশালী ও রুপান্তরকারী কাজ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর