× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /কলকাতার অফিসপাড়া খুলেছে, কিন্তু শুনশান ফুড স্ট্রিট

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) জুন ১২, ২০২০, শুক্রবার, ১১:১২ পূর্বাহ্ন

লকডাউনে দীর্ঘদিন বন্ধ থাকার পর কলকাতার ডালহৌসি চত্বরে অফিসগুলো খুলেছে। কিন্ত অরণ্যে রোদন অফিস পাড়ার বিখ্যাত ফুড স্ট্রিটের। খদ্দের প্রায় নেই বললেই চলে প্রায় হেরিটেজ তকমা পাওয়া এই খাদ্য সরণির। আকারে আয়তনে হয়তো লাহোরের ফুড স্ট্রিটের সমকক্ষ কোনোদিনই হতে পারবেনা এই ফুড স্ট্রিট। কিন্তু দেশের মধ্যে সেরা আখ্যাটিতো মিলেছে। একদা শহরের প্রাণকেন্দ্র রাইটার্স বিল্ডিং এর পাশে এই খাদ্যসরণিতে মিলতো রুটি তরকারি, ভাত মাছ মুরগির মাংস, চপ কাটলেট, ধোসা সম্বর, তান্দুরি রুটি কাশ্মীরি আলুর দম, কচুরি ডাল, সিঙ্গারা রসগোল্লা এমনকি কৃষ্ণনগর এর সরভাজা সরপুরিয়া পর্যন্ত। লাঞ্চটাইম এ তিলধারণের জায়গা থাকতো না এখানে। দিস্তে দিস্তে রুটি উড়ে যেত নিমেষে।
বাটি বাটি আলুরদম সাবাড় হয়ে যেত মুহূর্তের মধ্যে। আর এখন? মাছি তাড়াচ্ছে ফুড স্ট্রিট। অস্থায়ী দোকানগুলোর সামনের বেঞ্চগুলো ফাঁকা। দু’ চারজন মাত্র এসে খাচ্ছে। দাম কমিয়ে, নিয়মিত এলাকা স্যানিটাইজ করেও ফল হচ্ছে না। সংক্রমণের ভয়ে বাড়ির আনা খাবার খাচ্ছে সকলে। ডেকার্স লেনের বিশ্ববিখ্যাত চিত্ত দার চপ কাটলেট আর ফ্রাই এর দোকানেও ডাবল হাফ কাপ চা দিয়ে ভাজাভুজি খাওয়ার লোক নেই। ফুড স্ট্রিট এর বিখ্যাত রুটি তরকারির দোকানের মালিক শিবু শর্মা জানালেন, বিক্রি কমেছে প্রায় পঁচাত্তর শতাংশ। কলকাতা ছন্দে হয়তো ফিরেছে। কিন্তু সেই ছন্দে সুরের যেন কেমন গরমিল হয়ে গেছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর