× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা /কালীঘাট মন্দির খুলছে পয়লা জুলাই, রেস্তোরাঁর ঝাঁপ বন্ধ হচ্ছে ঝপাঝপ

কলকাতা কথকতা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(৩ বছর আগে) জুন ২২, ২০২০, সোমবার, ৯:৫৯ পূর্বাহ্ন

তিন মাসেরও বেশি সময় পর কালীঘাট এর মা কালীর মন্দিরের দরজা খুলছে পয়লা জুলাই ৷ তবে, করোনার কারণে প্রযোজ্য হচ্ছে একধিক নিয়মাবলী ৷ একসঙ্গে দশজনের বেশি পুণ্যার্থী মন্দিরের ভিতর প্রবেশ করতে পারবেন না ৷ কেউ যেতে পারবেন না গর্ভগৃহে ৷ মাকে সিঁদুর, মালা, ফুল দেওয়া যাবে না ৷ চরণামৃতও পাবেন না কেউ ৷ শুধুমাত্র দর্শনের ব্যবস্থা রাখা হচ্ছে ৷ দু নম্বর এবং চার নম্বর গেট শুধু খোলা হবে ৷ দর্শনার্থীদের মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক ৷ মন্দিরে ঢোকার আগে হাত স্যানিটাইজেসন করা এবং সোশ্যাল ডিস্ট্যানসিং বজায় রাখতে হবে ৷ করোনা কবলিত কলকাতায় যখন কালীঘাটের মন্দির খুলছে, তখন একটির পর একটি রেস্তোরাঁর ঝাঁপ বন্ধ হচ্ছে ৷ গত আট জুন সরকারি নির্দেশে রেস্তোরাঁগুলো খুলেছিলো ৷ কিন্তু আনলক - ওয়ানএও ইটিং আউট এর রীতি ফিরে আসেনি কলকাতায় ৷ মানুষ এখন বাইরে খাওয়ার ব্যাপারে দ্বিধাগ্রস্ত ৷ ফলে, মাছি তাড়াচ্ছে রেস্তোরাঁগুলো ৷ দিনে এক, দেড় হাজার টাকারও বিক্রি নেই ৷ একই ছবি পার্ক স্ট্রিট থেকে শুরু করে মলগুলোর রেস্তোরাঁতেও ৷ পানশালা বা বার খোলার অনুমতি এখনো মেলেনি ৷ যে রেস্তোরাঁগুলোর সঙ্গে বার আছে তাদের আশা বার খুললে লোকে আসবে ৷ কিন্তু, স্ট্যান্ড অ্যালোন রেস্তোরাঁগুলোর অবস্থা সঙ্গীন ৷ কয়েকটি রেস্তোরাঁ ব্যবসা টিকিয়ে রেখেছে হোম ডেলিভারির মাধ্যমে ৷ কিন্তু, সংখ্যায় তারা নগণ্য ৷ এ সি, কর্মীদের বেতন, কাঁচা মাল কেনা, দৈনন্দিন খরচ সব আছে৷ নেই কেবল খদ্দের ৷ হোটেল এন্ড রেস্তোরাঁ এসোসিয়েশন এর প্রেসিডেন্ট সুদেশ পোদ্দার এর আশংকা, অনেক বড় রেস্তোরাঁয় না পাকাপাকি ভাবে তালা পরে যায়!
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর