× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনার ছোবলে বদলে যেতে পারে ভারতীয় ক্রিকেট দলের জার্সি

ভারত

বিশেষ সংবাদদাতা
(৩ বছর আগে) জুন ২৮, ২০২০, রবিবার, ৯:৫৫ পূর্বাহ্ন

এই পৃথিবীতে করোনা বদলে দিয়েছে অনেক কিছু। প্রাক করোনা আর উত্তর করোনা জীবনের রূপরেখা বদলেছে। এবার এই ভাইরাসের ছোবলে বদলাতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের জার্সি। টিম ইন্ডিয়া মানেই এতদিন ছিল মেন ইন ব্লু। চৌদ্দ বছর পরে বদলাতে চলেছে সেই রং। চীনা সংস্থা ভিভোর সঙ্গে চুক্তি নিয়ে সমস্যায় জেরবার ভারতীয় ক্রিকেট বোর্ড এর সঙ্গে বিশ্ববিখ্যাত ক্রীড়া সরঞ্জাম উৎপাদক নাইকির চুক্তি ভাঙতে চলেছে। দুহাজার ছয় থেকে চলা চুক্তি ভাঙতে চাইছে বোর্ড। ক্রিকেট বোর্ড এর যুক্তি, নাইকির অন্যায় আবদার মেনে নেওয়া সম্ভব নয়।
কি আবদার নাইকির? দুহাজার ছয় সালে নাইকির সঙ্গে ভারতীয় বোর্ড এর চুক্তি হয় নাইকি তাদের বছরে তিনশো সত্তর কোটি টাকা দেবে। ভারতীয় ক্রিকেটাররা বিনিময়ে নাইকির জুতো, জার্সি ব্যবহার করবেন। অর্থাৎ এর জন্যে গড়ে নাইকি ম্যাচ পিছু দেবে পঁচাশি লক্ষ টাকা। চলছিল সব ভালো। বাদ সাধলো করোনা। চলতি মরশুমে ভারতীয় ক্রিকেট দলের বারোটি ম্যাচ বাতিল হয়েছে। নাইকি জানাচ্ছে, ম্যাচ বাতিল হওয়ায় তাদের প্রচুর ক্ষতি হয়েছে। তাই, তারা সেপ্টেম্বর এ শেষ হওয়া চুক্তি একই শর্তে, ওই টাকাতেই কয়েক মাস বাড়াতে চায়। নারাজ ভারতীয় বোর্ড। তাদের যুক্তি, বিশ্বজোড়া বিপর্যয়ে তাদের হাত নেই। সুতরাং, চুক্তি বাড়ানোর কোন প্রশ্ন নেই। নাইকি চলে গেলে টিম ইন্ডিয়ার নতুন স্পনসর আসবে। আসবে নতুন জার্সি। অর্থাৎ নীল এর বদলে এবার হয়ত অন্য রং।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর