× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনামুক্ত হয়ে ইংল্যান্ড যাচ্ছেন ৬ পাকিস্তানি ক্রিকেটার

খেলা

স্পোর্টস ডেস্ক
১ জুলাই ২০২০, বুধবার

সুখবর জানালো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সুস্থ হয়ে উঠেছেন পাকিস্তানের করোনা ভাইরাস আক্রান্ত ৬ ক্রিকেটার । গত ২৬শে জুন প্রথম টেস্টে নেগেটিভ এসেছিল তাদের ফল। দ্বিতীয় দফায় ২৯শে জুন পরীক্ষা করানো হয় আক্রান্তদের। এবারো ফল নেগেটিভ এসেছে। ফলে ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিতে তাদের আর কোনো বাধা রইলো না।
সুস্থ হওয়া ৬ ক্রিকেটার হলেন- মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, শাদাব খান এবং ওয়াহাব রিয়াজ। মঙ্গলবার এক বিবৃবিতে তাদের করোনামুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে পিসিবি। এ সপ্তাহের শেষ দিকে ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিতে পারেন তারা।
তবে ইমরান খান, কাশিফ ভাট্টি, হারিস রউফ ও হায়দার আলী এখনো ভাইরাসমুক্ত হননি। তাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। লাহোরে একটি পাঁচতারা হোটেলে আইসোলেশনে থাকবেন এই চারজন। ইংল্যান্ড সফরের আগে কভিড-১৯ শনাক্ত হয় পাকিস্তানের ১০ ক্রিকেটারের। মোহাম্মদ হাফিজকে নিয়ে হয় বিব্রতকর পরিস্থিতি। পিসিবি তার করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করার একদিন পরই এ অলরাউন্ডার জানান তার করোনা নেগেটিভ। তবে হাফিজের ব্যক্তিগতভাবে  করা টেস্টের ফল আমলে নেয়নি পিসিবি। আবারো টেস্ট করে পিসিবি জানায় হাফিজ করোনা পজিটিভই। হাফিজকে দেশে রেখেই ২০ সদস্যের পাকিস্তান দল বিশেষ বিমানে করে পৌঁছায় ইংল্যান্ডে। স্বাগতিকদের সঙ্গে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। দ্বিপাক্ষিক লড়াই শুরু হবে টেস্ট দিয়ে। আগামী ৩০শে জুলাই লর্ডসে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ৭ ও ২০শে আগস্ট যথাক্রমে ওল্ড ট্রাফোর্ড ও ট্রেন্ট ব্রিজে শুরু হবে বাকি দুই ম্যাচ। ২৯শে আগস্ট হেডিংলিতে প্রথম টি-টোয়েন্টির পর বাকি দুই ম্যাচ তারা খেলবে কার্ডিফ (৩১শে আগস্ট) ও রোজ বোলে (২রা সেপ্টেম্বর)। করোনা থেকে বাঁচতে পূর্ব ঘোষণা অনুযায়ী সবকটি ম্যাচেই গ্যালারি থাকবে শূন্য।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর