× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

সিংড়ায় কৃষকে কুপিয়ে জখম

বাংলারজমিন

নাটোর প্রতিনিধি
৪ জুলাই ২০২০, শনিবার

বাড়ির সীমানায় আম গাছ লাগানো নিয়ে দ্বন্দ্বে নাটোরের সিংড়ায় রাশেদুল ইসলাম (৩৫) নামের এক কৃষককে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গতকাল সকালে পৌর শহরের চকসিংড়া মহল্লায় এ ঘটনা ঘটে। আহত রাশেদুল ইসলাম চকসিংড়া মহল্লায় জিয়ার উদ্দিন প্রামাণিকের ছেলে। সিংড়া থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, সিংড়া পৌর শহরের চকসিংড়া মহল্লায় বাড়ির সীমানায় আম গাছ লাগানো নিয়ে জনৈক আবুল কালাম আজাদ এর সাথে প্রতিবেশী আলতাব হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আবুল কালামের চাচাতো ভাই রাশেদুল ইসলামকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে বাম হাত ও পা কেটে দেয় প্রতিপক্ষ আলতাব হোসেন ও তার ছেলে আরিফুল ইসলাম। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুজন সরকার জানান, কৃষক রাশেদুল ইসলামের বাম হাত-পা ও ঘারে হাসুয়ার কোপ রয়েছে। অবস্থা গুরুত্বর হওয়ায় রাজশাহী মেডিকেল (রামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুজনকে আটক করা হয়েছে। তাদেরকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর