× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
৪ জুলাই ২০২০, শনিবার

শ্রমিক ছাঁটাই ও নির্যাতনবন্ধসহ ১৪টি দাবিতে গাজীপুরে বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সকালে নগরের বোর্ড বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়েছে। আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেয়। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি কফিল উদ্দিন, শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সহ-সভাপতি আকাশ আহমেদ, বাংলাদেশ গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশন নেতা আব্দুল জলিল, বাংলাদেশ গার্মেন্ট ফেডারেশন গাজীপুর জেলা সভাপতি শহিদুল ইসলামসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে: বেআইনিভাবে ছাঁটাই বন্ধ করা, শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধ, ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল, বকেয়া মজুরি পরিশোধ করা, লকডাউনে এখানে যে সকল শ্রমিক কর্মচারীদের কাজ করানো সম্ভব হয়নি তাদেরকে সরকারের সিদ্ধান্ত মোতাবেক মজুরি প্রদান করা,  শ্রমিক কর্মচারীদের ওপর হামলা মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধ করা ইত্যাদি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর