× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ফুটবলারদের সঙ্গে তামাশা করলো আরকিউব ফাউন্ডেশন

খেলা

স্পোর্টস রিপোর্টার
৬ জুলাই ২০২০, সোমবার

দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফুটবলারদের স্বার্থ সংরক্ষণে সর্বদা সচেষ্ট হওয়ার কথা তাদের। অথচ এই করোনাকালে ফুটবলারদের স্বার্থ রক্ষায় তারা পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। দুস্থদের মাঝে খাবার বিতরণ ছাড়া বাফুফের উল্লেখযোগ্য কোনো কর্মকাণ্ডই চোখে পড়েনি। উল্টো বয়সভিত্তিক ফুটবলারদের হাতে মাত্র এক হাজার টাকা করে তুলে দিয়ে নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে। গতকাল বাফুফে ভবনে জনাকীর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে আরকিউব ফাউন্ডেশন  ১০০ জন বয়সভিত্তিক ফুটবলারদের (পুরুষ ৭০ ও নারী ৩০ জন) হাতে মাত্র এক হাজার টাকা ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে আরকিউব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম এবং বাফুফের সদস্য ও পাইওনিয়ার ফুটবল লীগ কমিটির ডেপুটি চেয়ারম্যান অমিত খান শুভ্র ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ উপস্থিত ছিলেন।
মাত্র এক হাজার টাকা করে ফুটবলারদের হাতে তুলে দেয়াকে দেশের ফুটবলের জন্য লজ্জার উল্লেখ করে সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু বলেন, ‘আমি জানি না, করোনাভাইরাসের এই দুর্যোগে একজন মানুষের এক হাজার টাকা দিয়ে কি হয়! বয়সভিত্তিক ফুটবলারদের দাম কি মাত্র এক হাজার টাকা? যেটা কিনা আবার উপহার নেয়া হয়েছে একটি ফাউন্ডেশন থেকে। কীভাবে এমন লজ্জাজনক ঘটনাই ঘটালো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
তাও আবার ফলাও করে প্রচার করছে। এটা আমাদের ফুটবলের জন্য লজ্জার বিষয়।’ মাত্র এক হাজার করে টাকা দেয়াকে ভালোভাবে মেনে নিতে পারেননি ফুটবলাররাও। নামপ্রকাশে অনিচ্ছুক বয়সভিত্তিক দলের একাধিক ফুটবলার বলেন, আমাদের ডেকে এনে অপমান করা হয়েছে। বাফুফের কাছে আমরা মোটেও আশা করেনি।’ যদিও বাফুফে এই দায় চাপাতে চাইছেন আরকিউব ফাউন্ডেশনের ঘাড়ে। বলেন বাফুফে সাধারন সস্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘এটা আমাদের কোনো অনুষ্ঠান ছিল না। আরকিউব ফাউন্ডেশন ফুটবলারদের সহায়তা করতে চেয়েছে। আমরা শুধু পাশে থেকে তাদের সহায়তা করেছি।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর