× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

মারাত্মক হারে বেড়েছে দুর্ঘটনা প্রাণহানি

শেষের পাতা

তারিক চয়ন
৬ জুলাই ২০২০, সোমবার

দেশে হু হু করে বাড়ছে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা। গেল জুন মাসেই ১,১৯৭ জন করোনা রোগী মারা গেছেন। পিছিয়ে নেই সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাও। জুন মাসে দেশে সড়ক দুর্ঘটনায় ৩৬১ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ জুন মাসে করোনায় যে সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে তার প্রায় তিন ভাগের এক ভাগ মানুষ মারা গেছেন সড়ক দুর্ঘটনায়।
গত মে মাসের তুলনায় জুন মাসে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি উভয়ই  বেড়েছে। মে মাসে ২১৩টি দুর্ঘটনায় ২৯২ জন নিহত হয়েছিলেন। এই হিসাবে জুন মাসে দুর্ঘটনা ৩৯.৪৩% এবং প্রাণহানি ২৩.৬৩%  বেড়েছে।
নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত ‘রোড সেফটি ফাউন্ডেশন’-এর প্রতিবেদন থেকে জানা গেছে, জুন মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ২৯৭টি, যাতে আহত হয়েছেন ৩৪৮ জন। নিহত ৩৬১ জনের মধ্যে নারী ৫৭, শিশু ৩২।
এককভাবে  মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি প্রাণহানি ঘটেছে। ১০৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯৪ জন, যা মোট নিহতের ২৬.০৩ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৪.৬৮ শতাংশ। দুর্ঘটনায় ৭৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২১.০৫ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৪৯ জন। একই সময়ে ১১টি নৌ-দুর্ঘটনায় ৫৬ জন নিহত ও ২৩ জন নিখোঁজ হয়েছেন। আর ৬টি রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ জন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর