× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মহেশপুরে খাল খনন পরিদর্শনে এমপি চঞ্চল

বাংলারজমিন

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
৭ জুলাই ২০২০, মঙ্গলবার

ঝিনাইদহের মহেশপুরের কয়েকটি খাল খনন হলেও একটি পত্রিকায় মিথ্যা সংবাদের কারণে সোমবার দুপুরে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল এসবিকে ইউনিয়নের মক্তদহর খাল খনন কাজের পরিদর্শন করেন। খাল খনন কাজের পরিদর্শনকালে সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল খননের কাজ দেখে প্রশংসা করেন। বলুহর বাড়ও (কাটাখালির ব্রীজ) থেকে মক্তদহর খাল পর্যন্ত ৮৬০ মিটার খাল খনন কাজের জন্য ২৫ টন গম বরাদ্দ দেয়া হয়েছিলো। খাল খনন প্রকল্পের সভাপতি ও এসবিকে ইউনিয়নের ইউপি সদস্য বিপলু মেম্বার জানান, স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক আমার কাছে কিছু টাকা দাবি করেছিলো। আমি তাকে টাকা না দেয়ার কারণেই আমার বিরুদ্ধে এই মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। একই কথা বলেন এসবিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বগা। খাল খনন কাজের পরিদর্শন কালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য এম এ আসাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. সালাউদ্দীন আহাম্মেদ, এসবিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  শাহাজান আলী, এসবিকে ইউনিয়নের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর