× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

স্পেনে বার্সা কোচের আনন্দ-বেদনা

খেলা

স্পোর্টস ডেস্ক
৭ জুলাই ২০২০, মঙ্গলবার

লীগ শিরোপাটা বলা যায় চলে গেছে রিয়াল মাদ্রিদের ঘরে। লা লিগায় আর বাকি ৪ ম্যাচ। জিনেদিন জিদানের দলের (৭৭) সঙ্গে বার্সেলোনার (৭৩) পয়েন্টের ব্যবধান ৪। নাটকীয় কিছু না ঘটলে মুকুট ধরে রাখা সম্ভব নয় কাতালানদের। ছন্দময় ফুটবলে ভিয়ারিয়ালকে উড়িয়ে দিয়েও তাই মুখে হাসি নেই কিকে সেতিয়েনের। রোববার রাতে অ্যাওয়ে ম্যাচে ৪-১ গোলে জয় পায় বার্সেলোনা। আর ম্যাচ শেষে বার্সা কোচ বলেন, ‘এরকম দারুণ একটা ম্যাচ আরও আগে প্রয়োজন ছিল আমাদের। এখন শিরোপা আর আমাদের হাতে নেই।
তবুও জয়ের ধারা অব্যাহত রাখাটা গুরুত্বপূর্ণ।’ ভিয়ারিয়ালের মাঠে তৃতীয় মিনিটেই আত্মঘাতী গোলে লিড নেয় বার্সেলোনা। চতুর্দশ মিনিটে জেরার্ড মোরেনোর দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে ভিয়ারিয়াল। ২০তম মিনিটে মেসির পাস থেকে চলমান আসরে ব্যক্তিগত ১৪তম গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। বার্সেলোনার প্রথম ফুটবলার হিসেবে বছরের প্রত্যেক মাসে গোল করার কৃতিত্ব দেখালেন সুয়ারেজ। আর একাদশে ফিরে কোচকে ‘জবাব’ দিতে বেশি সময় নিলেন আঁতোয়ান গ্রিজমান।
শেষ ৮ ম্যাচেও কোনো গোল পাননি না বার্সেলোনার বিশ্বকাপজয়ী ফরাসি স্ট্রাইকার । কোচ কিকে সেতিয়েন বলেছিলেন গ্রিজমানকে নামালে দলের ভারসাম্য ঠিক থাকে না। বিশ্বকাপ জয়ী ফুটবলার বার্সার জন্য ব্রাত্য হয়ে পড়েছেন- এমন গুজব জোরালো হয়ে উঠছিল ধীরে ধীরে। ৪৫তম মিনিটে আঁতোয়ান গ্রিজমান পান  কাঙ্ক্ষিত গোলের দেখা। ভিয়ারিয়ালের বক্সের ঠিক বাইরে মেসির সঙ্গে দারুণ বোঝাপড়ার পর ব্যাকহিল থেকে বল পান গ্রিজমান। ডি-বক্সের মুখ থেকে বাম পায়ের দুর্দান্ত এক চিপে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান তিনি। লীগের এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের নিজের রেকর্ডটা ছাড়িয়ে গেছেন বার্সা অধিনায়ক। চলমান আসরে মেসির অ্যাসিস্ট ১৯টি। ২০১০-১১ আর ২০১৪-১৫ মৌসুমে সর্বোচ্চ ১৮টি অ্যাসিস্ট ছিল মেসির।

গ্রিজমান বার্সেলোনার জার্সিতে পেলেন নবম গোল। এর তিনটিতেই অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। চলতি মৌসুমে মেসির পাস থেকে সবচেয়ে বেশি গোল করলেন গ্রিজমান। যদিও দু’দিন আগে গ্রিজম্যান প্রশ্নে মেসির নামে বিষোদগার করেন সাবেক ফরাসি তারকা ক্রিস্টোফ ডুগারি। বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদ (২-২) ম্যাচ শেষে  ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী তারকা ডুগারি মেসিকে ‘অর্ধেক প্রতিবনদ্ধী’ আখ্যা দিয়ে ফুটবল বিশ্বের তীব্র সমালোচনার মুখে পড়েন। পরে ক্ষমাও চান তিনি। অ্যাটলেটিকোর বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে মাঠে নামানো হয় গ্রিজম্যানকে। ডুগারির অভিযোগ, মাঠে মেসি খুব বেশি পাস দেন না গ্রিজম্যানকে। মেসির কারণেই বার্সেলোনায় আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন গ্রিজম্যান। ৮৬তম মিনিটে দলের চতুর্থ গোলটি করেন গ্রিজমানের বদলি হিসেবে মাঠে নামা তরুণ স্ট্রাইকার আনসু ফাতি। ফুটবল ইতিহাসে সব টুর্নামেন্ট মিলে বার্সেলোনার এটি ৯০০০তম গোল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর