× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

গোল করে এবং ঠেকিয়ে সেভিয়াকে জেতালেন আর্জেন্টাইন স্ট্রাইকার

খেলা

স্পোর্টস ডেস্ক
৭ জুলাই ২০২০, মঙ্গলবার

এক ম্যাচে দুই ভূমিকায় দেখা গেছে আর্জেন্টাইন স্ট্রাইকার লুকাস ওকাম্পোসকে। সোমবার রাতে ৫৬ মিনিটে করা ওকাম্পোসের গোলে এইবারকে ১-০ গোলে হারিয়েছে সেভিয়া। তবে এই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেতে পারতো এইবার। সেটা হয়নি ‘গোলরক্ষক’ ওকাম্পোসের কল্যাণে।



ম্যাচ তখন শেষের দিকে। লা লিগায় টানা দ্বিতীয় জয়টা প্রায় নিশ্চিতই হয়ে গেছে সেভিয়ার। এমন সময় এইবারের আক্রমণ ঠেকাতে গিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন সেভিয়া গোলরক্ষক থমাস ভাচলিক। কিন্তু সেভিয়া কোচ হুলেন লোপেতেগি ততোক্ষণে ৫ বদলিই করিয়ে ফেলেছেন। অগত্যা ১০ জনের দলে গোলরক্ষক বনে যেতে হলে ওকাম্পোসকে। ভাচলিকের জার্সি আর গ্লাভস পরে ওকাম্পোস দাঁড়িয়ে গেলেন গোলপোস্টে।

সমতায় ফেরার শেষ সুযোগ পেয়ে এইবার গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচও তখন সেভিয়ার ডিবক্সে।
সতীর্থের লম্বা করে বাড়ানো থ্রো ইন থেকে জটলার মধ্যে বল পেয়ে যান এইবার গোলরক্ষক। অনেকটা স্লাইডিং শটে প্রায় গোল করেই ফেলেছিলেন মার্কো দিমিত্রোভিচ। দারুণভাবে সেটা ঠেকিয়ে দেন ওকাম্পোস। এইবারের আক্রমণ তখনও থামেনি। ওকাম্পোস গোল করেছিলেন হেসুস নাভাসের ক্রস থেকে হেডে। ফিরতি শট সেই নাভাস ক্লিয়ার করলেন গোললাইন থেকে। রেফারি শেষ বাঁশি বাজালে এরপরই দম ছাড়ার সুযোগ হয়েছে ওকাম্পোসদের।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর