× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

কুমিল্লায় করোনায় একদিনে আক্রান্ত ১১৪ জন, মৃত্যু ৫ জন

করোনা আপডেট

স্টাফ রিপোর্টার কুমিল্লা থেকে
৭ জুলাই ২০২০, মঙ্গলবার

কুমিল্লা জেলায়  মঙ্গলবার ১১৪ জনের করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬  জনে।  করোনা  আক্রান্তে সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৃতের সংখ্যাও বাড়ছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। এদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন একজন পুরুষ ও একজন নারী। হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য জানিয়েছেন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১১৩ জন। বর্তমানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৯০ জন।
এ দিকে, কুমিল্লায় করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১১৪।
নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে- সিটি করপোরেশনে ১২ জন, আদর্শ সদরে ৩  জন, লাকসামে ৮  জন, বুড়িচংয়ে ১  জন, লালমাইয়ে ১ জন,   হোমনায় ৭ জন, দেবিদ্বারে ৮ জন, তিতাসে ২  জন,  চৌদ্দগ্রামে ৯ জন, বরুড়ায় ৪  জন , মুরাদনগরে  ২  জন ও  নাঙ্গলকোটে ৪ জন।
মঙ্গলবার  বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।
উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৩৫৩ জন, মুরাদনগর ২৫৮ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ১০৭৭ জন, লাকসামে ২৪৮ জন, চান্দিনায় ২১০ জন, তিতাসে ১১১ জন, দাউদকান্দিতে ১৫৭ জন, বরুড়ায় ১৪৮ জন, বুড়িচংয়ে ১৯০ জন, মনোহরগঞ্জে ১১৭ জন, ব্রাহ্মণপাড়ায় ৫৯ জন, নাঙ্গলকোটে ২২২ জন, হোমনায় ১৬৮ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৩১ জন, লালমাইয়ে ৬৭ জন, চৌদ্দগ্রামে ৩৬৪ জন, আদর্শ সদরে ১৫২ জন, মেঘনায় ৩৭ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।
জেলায় করোনায় এ যাবৎ মৃত্যু হয়েছে ১১৩জন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর