× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

‘শচীন তো শোয়েবকে ভয় পাওয়ার কথা স্বীকার করবে না’

খেলা

স্পোর্টস ডেস্ক
৭ জুলাই ২০২০, মঙ্গলবার

ভারতীয় ক্রিকেটারদের নিয়ে একটার পর একটা বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন শহীদ আফ্রিদি। এবার টিভি প্রেজেন্টার জয়নব আব্বাসের শোতে সাবেক এই অলরাউন্ডার বলেছেন, ‘শচীন স্বীকার করবে না সে শোয়েবকে ভয় পেতো।’  

পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার ২০১১ সালে তার প্রকাশিত আত্মজীবনী ‘Controversially Yours’ তে দাবিটা তোলেন। তখন তার দাবির সমর্থনে আফ্রিদি বলেছিলেন, ‘হ্যাঁ আমি ফিল্ডিং করার সময় শচীনের পা কাঁপতে দেখেছি।’ জয়নব তার শোতে আফ্রিদিকে প্রশ্ন করেন, তিনি এখনো তার দাবিতে বহাল কি না? আফ্রিদি বলেন, ‘শচীন অবশ্যই নিজ থেকে বলবে না যে- আমি ভয় পেতাম। শোয়েবের কিছু স্পেল শুধু শচীন নয়, বিশ্বের বাঘা বাঘা অনেক ব্যাটসম্যানেরই কাঁপন ধরিয়ে দিতো। মিড-অফ কিংবা কাভারে ফিল্ডিং করার সময় সেটা দেখেছি। একজন খেলোয়াড়ের শরীরী ভাষায় বোঝা যায়। সহজেই ধরা যায় ব্যাটসম্যান চাপে আছে। আমি বলিনি, শোয়েবকে শচীন সর্বদা ভয় পেত।

কিন্তু কিছু কিছু স্পেলে শোয়েব শচীনসহ বিশ্বের সেরা ব্যাটসম্যানদের ব্যাকফুটে ঠেলে দিতো।’

শচীন-শোয়েবের দ্বৈরথ ক্রিকেটের ইতিহাসে নিঃসন্দেহে জায়গা পাওয়ার মতো। শচীন যেমন শোয়েবের শিকার হয়েছেন, তেমনি শোয়েবকে তুলোধুনাও করেছেন। শোয়েবের বিপক্ষে ৯ টেস্টে ৪১.৬০ গড়ে ৪১৬ রান করেছেন শচীন। আউট হয়েছেন ৩ বার। আর ১৯ ওয়ানডেতে ৪৫.৪৭ গড়ে তার সংগ্রহ ৮৬৪ রান। স্ট্রাইকরেট ৯০.১৮। আউট হয়েছেন ৫ বার।  আর ভারতের বিপক্ষে ৬৭ ওয়ানডেতে ১৫২৪ রান করেছেন আফ্রিদি। ৮ টেস্টে তার সংগ্রহ ৭০৯ রান।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর